দেবরীনা মণ্ডল সাহা :- ২০২২ সালের পুরভোটে বিজেপির হয়ে মনোনয়ন পেশ করেছিলেন। কিন্তু শেষদিনে তা প্রত্যাহার করে তৃণমূলে যোগ দিয়েছিলেন অর্জুন সিংয়ের ভগ্নীপতি তথা গারুলিয়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং। এরই মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় জল্পনা আরও উসকে দিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সুনীলের সাক্ষাৎ এবং ঘনিষ্ঠতা।তাহলে কি সুনীল সিং যোগ দিচ্ছেন বিজেপিতে?শুভেন্দুর পা ছুঁয়ে প্রণাম করলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক।গতকাল রাতে নোয়াপাড়ার গারুলিয়াতে রাজনৈতিক সভা সেরে ফিরছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর গাড়ি যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক সুনীল সিং। শুভেন্দুকে দেখে দূর থেকে নমস্কার করেন তিনি। শুভেন্দু তাঁকে দেখতে পেয়েই গাড়ি থামান। সঙ্গে সঙ্গে বিধানসভার বিরোধী দলনেতার কাছে যান নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক। সুনীলকে পদ্ম ফুল উপহার দেন শুভেন্দু। হাসি মুখে জড়িয়ে ধরেন। আর বিধানসভার বিরোধী দলনেতার পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায় সুনীলকে। এই ছবি ছড়িয়ে পড়তেই সুনীলের ফের দলবদল নিয়ে জল্পনা শুরু হয়েছে।দলবদলের জল্পনা অবশ্য খারিজ করে দিলেন নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক। তিনি বলেন, “কালকে গারুলিয়ায় বিজেপির মিটিং ছিল। আমি প্রত্যেকদিন ওই এলাকায় বসে থাকি। উনি আমাকে দেখে নাম ধরে ডাকলেন। সেজন্য গিয়ে দেখা করলাম। ২ জনে একসঙ্গে বিধানসভায় ছিলাম। আমরা সবসময় বড়দের সম্মান জানাই। কালকেও করেছি। বিজেপিতে যাওয়ার কোনও প্রশ্নই আসে না। আর কথা বলা মানেই বিজেপিতে যাওয়া নয়।”শুভেন্দু-সুনীলের আজকের সাক্ষাৎ এবং বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা বাড়তেই বারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, “গারুলিয়ার মানুষ সবটা জানে, গত লোকসভা ভোটে কারা তৃণমূল করেছে।”
Hindustan TV Bangla Bengali News Portal