প্রসেনজিৎ ধর, কলকাতা :-কালীপুজোর প্রতিমা বিসর্জনের সময় দেদার বাজি ফাটানোর অভিযোগ। তার প্রতিবাদ করে ‘আক্রান্ত’ খাস কলকাতার এক পরিবার। পরিবারের সদস্যদের মারধর এবং হেনস্তা করা হয় বলে অভিযোগ। এমনকী ওই পরিবারের এক মহিলা সদস্যাকে শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। শুক্রবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে টালিগঞ্জ এলাকায়। ঘটনায় ইতিমধ্যে স্থানীয় টালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে এখনও পর্যন্ত দুজনকে আটক করেছে পুলিশ।জানা গিয়েছে, কালীপুজোর নিরঞ্জনের শোভাযাত্রা বেরিয়েছিল পাড়ায়। সেই কারণে চার বছরের ভাগ্নেকে নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন এক যুবক। পরিবারের দাবি, শিশুটির হার্টে সমস্যা রয়েছে। অভিযোগ, সেই সময়ই পাড়ার কয়েকজন যুবক জোরে জোরে বাজি ফাটাচ্ছিলেন। আর তাতেই ভয় পেয়ে যায় শিশুটি। সেই সময় বাচ্চাটির মামা ওই যুবকদের বলে যাতে একটু দূরে গিয়ে বাজি ফাটান তাঁরা। এখান থেকেই সমস্যার সূত্রপাত।অভিযোগ, এরপর শিশুটির মামার দিকে তেড়ে আসেন অভিযুক্তরা। হুমকি দিয়ে বলেন এই এলাকা থেকে চলে যেতে। কিন্তু শিশুটির মামা রাজি না হওয়ায় সেখানেই মারধর করে তাঁরা বলে অভিযোগ। এখানেই শেষ নয়। এরপর বাচ্চাটির বাড়ির ভিতর ঢুকে পড়ে অভিযুক্তরা। সেই সময় ঘরের ভিতর ছিলেন শিশুটির মা, আর তার ঠাকুমা ও আরও এক মহিলা। অভিযোগ, দরজার খিল ভেঙে ঘরের ভিতর ঢোকে। মহিলাদের শ্লীলতাহানি করে তারা। পরণে থাকা নাইটি ছিঁড়ে দেয়। এরপর ঘুষি মারতে থাকে মহিলাদের। এমনকী, শিশুটির মামাকে হুমকি দেয় রাস্তায় বেরলেই খুন করবে। এই ঘটনার পর আতঙ্কিত পরিবারের সকলে। ইতিমধ্যেই এলাকার কয়েকজনের বিরুদ্ধে টালিগঞ্জ থানায় অভিযোগ জানান আক্রান্তরা। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal