নিজস্ব সংবাদদাতা, কলকাতা:- ২৬ বিধানসভা ভোটের আগেই বাংলায় এসআইআর। ২৮ অক্টোবর থেকেই পশ্চিমবঙ্গসহ দেশের ১২টি রাজ্যে শুরু হচ্ছে বিশেষ নিবিড় সমীক্ষা প্রক্রিয়া। চলবে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। নির্বাচন কমিশনের ঘোষণা সামনে আসতেই বারংবার সামনে আসছে বাংলার প্রসঙ্গ। “বিহারে নির্বাচন কমিশন যে ভাবে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) করেছে, বাংলায় তা হবে না।” দিন কয়েক আগেই একথা বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এসআইআর-এর দিনক্ষণ ঘোষণা হতেই রীতিমতো হুঁশিয়ারি শোনা গেল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের গলায়।সোমবার কলকাতায় সাংবাদিক বৈঠকে কুণাল স্পষ্ট বলেন, “এসআইআরের নামে একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে আমরা চুপ থাকব না। অকারণে কাউকে হয়রানি করে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হলে এক লক্ষ কর্মী নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করব।” একইসঙ্গে বিজেপির উদ্দেশে কুণালের কটাক্ষ, “এসআইআরকে কেন্দ্র করে ওরা প্ররোচনা ছড়াতে চাইবে। বাংলার মানুষকে বলব, প্ররোচনায় পা দেবেন না। তৃণমূল কোনওভাবেই হিংসাকে সমর্থন করে না।”এদিনই দিল্লিতে মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার ঘোষণা করেন, মঙ্গলবার থেকে বাংলা-সহ ১২ রাজ্যে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ। তার কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা থেকে কুণালের পাল্টা বার্তা— “স্বচ্ছ, নির্ভুল ভোটার তালিকার দাবিটা প্রথম করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। ফলে কমিশনের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। কিন্তু একজনও প্রকৃত ভোটারের নাম বাদ পড়লে প্রতিবাদ হবেই।”
Hindustan TV Bangla Bengali News Portal