Breaking News

আরজি করের চিকিৎসকের রহস্যমৃত্যু,মানসিক চাপ নাকি ওষুধে বিষক্রিয়া?স্ত্রী সন্তানসম্ভবা,খাচ্ছিলেন অবসাদ কমানোর ওষুধ!

দেবরীনা মণ্ডল সাহা :- আরজি কর হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু৷ মৃত চিকিৎসকের নাম শুভজিৎ আচার্য (৩৮)৷ তিনি আরজি কর হাসপাতালের এসএনসিইউ বা স্পেশ্যাল নিউবর্ন কেয়ার ইউনিট-এর মেডিক্যাল অফিসার ছিলেন৷উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা ছিলেন শুভজিৎ আচার্য। রবিবার রাতে বুকে ব্যথা শুরু হয় তাঁর। সেখানে এক নার্সিংহোমে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, হার্টরেট কমানোর জন্য একাধিক ওষুধ খেতেন তিনি। সেই ওষুধ অতিরিক্ত খাওয়ার কারণে শরীরে বিষক্রিয়া হয়ে থাকতে পারে। মৃত চিকিৎসকের দেহ বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
এদিকে ঘটনা নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। একজন চিকিৎসকের এভাবে কেন মৃত্যু হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, এখনই মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পরই আসল কারণ বলা যাবে। এদিকে এই মৃত্যু নিয়ে নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুভজিৎ খুব সাধারণ জীবনযাপন করতেন। প্রাকটিস করতেন। কোনও ঝামেলা ঝঞ্জাটের মধ্যে থাকতেন না। বাড়িতেও অশান্তি ছিল না। মানসিক চাপে থাকার কোনও লক্ষ্মণও কেউ বুঝতে পারেননি। মৃত চিকিৎসক শুভজিতের কাকা সুভাষচন্দ্র ঘোষ জানান, ”কীভাবে ঘটনাটি ঘটেছে, আমরা এখন বুঝতে পারছি না। ছেলের সঙ্গে যে এই ঘটনা ঘটতে পারে, সেটা আমাদের এখনও বিশ্বাস হচ্ছে না। যেখানেই সে ডাক্তারি চেম্বার করত, কোথাও কোনও সমস্যা হত না। আরজি করের সময় একটু ডিউটির চাপ ছিল, কিন্তু সেটা কোনও ব্যাপারই না।” তাঁর বাবা শ্যামলকুমার আচার্য জানান, ”বউমা এবং ছেলে একই বাড়িতে থাকত। পারিবারিক কোনও সমস্যা ছিল না। আমরা এখনও বুঝে উঠতে পারছি না এরকম ঘটনা কেন ঘটল। হয়তো মানসিক দিক দিয়ে কোনও একটি চাপ ছিল।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *