প্রসেনজিৎ ধর, কলকাতা :-আরও একবার এসআইআর নিয়ে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছেন তিনি, কেন শুধু বাংলাতেই এসআইআর হচ্ছে? অসমে কেন হচ্ছে না? এদিন অভিষেক বললেন, “একজন বৈধ ভোটারের নামও যদি বাদ যায়, দিল্লিতে কমিশনের দফতর ঘেরাও করা হবে।” পাশাপাশি প্রশ্ন তুললেন কেন SIR থেকে বাদ দেওয়া হল বিজেপি শাষিত অসমকে। এরা নেপথ্যে বিজেপির কৌশল রয়েছে বলেই দাবি অভিষেকের। অভিষেক আরও বলেন,পরিকল্পনামাফিক মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিতেই এসআইআর করা হচ্ছে। বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, “আগে ভোটাররা সরকার নির্বাচন করত। এখন সরকার ভোটারদের বেছে নিচ্ছে। ওদের লক্ষ্য কোনওভাবেই ভোটার লিস্ট ত্রুটিমুক্ত করা নয়। SIR হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং অর্থাৎ চুপিচুপি ভোটে কারচুপি।” ব্যাখ্যা দিয়ে অভিষেক বলেন, “আগে যখন এসআইআর হয়েছিল তখন সময় লেগেছিল ২ বছর। এবার বলছে ২ মাসে হয়ে যাবে। কীভাবে? এত সময়ে কেন?” অভিষেকের দাবি, ত্রুটিমুক্ত করাই উদ্দেশ্য হলে সময় নিয়ে এসআইআর করা হত। আদতে পরিকল্পনামাফিক বহু বাসিন্দার নাম বাদ দিতেই এই চক্রান্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘বিজেপি বলছে এসআইআর হলে তৃণমূল কংগ্রেস হেরে যাবে। চ্যালেঞ্জ করছি একটা নাম বাদ গেলে কী হবে? আগে দিল্লিতে ট্রেলার দেখিয়েছি। এবার পুরো সিনেমা দেখাব। বাংলা, মহারাষ্ট্র-উত্তরপ্রদেশ-গুজরাত নয়।’
Hindustan TV Bangla Bengali News Portal