প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বীরবাহা। এই মামলায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, আগামী ১১ নভেম্বর পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ।বীরবাহা হাঁসদার বিরুদ্ধে কুমন্তব্যের জেরে রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে বেলেঘাটা এবং সাঁকরাইল থানায় এসসি-এসটি ধারায় এফআইআর দায়ের হয়। পুলিশ ঘটনার তদন্তও শুরু করেছে। কলকাতা হাইকোর্টে এদিন মামলার শুনানি ছিল। সেখানেই বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশে আপাতত স্বস্তি পেয়েছেন শুভেন্দু। এদিন আদালত নির্দেশ দিয়েছে, ১৮ নভেম্বর পর্যন্ত পুলিশ কোনও পদক্ষেপ করবে না। শুধু তাই নয়, এই মামলার পরবর্তী শুনানি আগামী ১১ নভেম্বর। সেদিন মামলার কেস ডায়েরি আদালতে পুলিশকে হাজির করতে হবে। শুধু তাই নয়, তার আগে মামলার মূল অভিযোগকারীকে নোটিশ দিতে হবে। সেই কথাও বলা হয়।বিরোধী দলনেতাকে যেন কোনও রক্ষাকবচ না দেওয়া হয়, এদিন রাজ্যের তরফে আদালতে এই আবেদন করা হয়েছিল। সেই প্রেক্ষিতে বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, “মূল অভিযোগকারীর বক্তব্য শোনার পরেই রক্ষাকবচ দেওয়া বা না দেওয়া নিয়ে সিদ্ধান্ত নেবে এই আদালত।” এরপর আদালতের নির্দেশ মেনে জানানো হয়, রাজ্যের তরফে এখনই কোনও পদক্ষেপ করা হবে না। ওই দুই মামলায় এখনই অগ্রসর হচ্ছে না পুলিশ। আগামী ১১ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
Hindustan TV Bangla Bengali News Portal