দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ব্লু লাইনের প্রতিটি স্টেশনে যাত্রীরা প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন স্বয়ংক্রিয় গেট না খোলার সমস্যায়। এবার সেই সমস্যার স্থায়ী সমাধান আনতে মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে — সমস্ত পুরনো স্বয়ংক্রিয় গেট বদলে নতুন গেট বসানো হবে।মেট্রো সূত্রে খবর মোট ১৩৩টি নতুন গেট বসানো হবে ২৫টি স্টেশনে। ফলে যাত্রীদের আর মেট্রো স্টেশনে ঢুকতে বেরেতে সমস্যা হবে না। মাস কয়েকের মধ্যেই এই গেটগুলো সব বদলে ফেলা হবে বলেই জানা গিয়েছে। মেট্রো সূত্রে খবর, ২০১১ সালে অধিকাংশ স্টেশনে এই গেটগুলো বসানো হয়েছিল। ফলে এগুলোর বয়স প্রায় ১৫ বছর হতে চলল। পুরনো আমলের গেট বলে সেই সব যন্ত্রাংশও পাওয়া যায় না। যে কারণে পুরনো গেট সারানোর বদলে নতুন গেট বসানোর সিদ্ধান্ত হয়েছে। যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগ, মেট্রো থেকে নেমে এই স্বয়ংক্রিয় গেট দিয়ে বেরোতে সমস্যা হয়। সবসময় গেট খুলতে চায় না। ফলে দীর্ঘ লাইন পড়ে যায়। পকেটে থাকা কাগজের টিকিট ভাঁজ হয়ে গেলেই তার কিউআর কোড আর ‘রিড’ করতে পারে না এই গেট। ফলে তা খোলে না।যাত্রীদের অভিযোগ, তাড়াহুড়োয় প্ল্যাটফর্মে নামার পর গেট খুলতে দেরি হওয়ায় ট্রেনের সামনে হুড়োহুড়ি শুরু হয়। একসঙ্গে দুই ট্রেন ঢুকলে সমস্যা দ্বিগুণ হয়ে যায়। আবার অনেক সময় নেটওয়ার্ক দুর্বল থাকায় স্মার্ট কার্ডও কাজ করছে না।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের অসুবিধা দূর করতে চিপ-ভিত্তিক সেন্সর প্রযুক্তি যুক্ত নতুন গেট বসানো হবে। এগুলিতে দ্রুত রিডিং, নির্ভুল স্ক্যানিং ও মসৃণ অপারেশনের ব্যবস্থা থাকবে। ফলে গেট খুলতে আর দেরি হবে না।
Hindustan TV Bangla Bengali News Portal