Breaking News

SIR আতঙ্কে পরপর আত্মহত্যায় BJPর বিরুদ্ধে তোপ দাগলেন মমতা!রাজ্যবাসীকে আশ্বস্ত করে মমতা লিখলেন, ‘শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব’

প্রসেনজিৎ ধর, কলকাতা :-NRC ও SIR আতঙ্কে বাংলায় একের পর এক মৃত্যু ঘটনা ঘটছে বলে অভিযোগ তৃণমূলের। বৃহস্পতিবার পানিহাটি ও বোলপুরে দুই আত্মহত্যার ঘটনা উল্লেখ করে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মমতা। কেন্দ্রের স্বেচ্ছাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে এই দিন তিনি তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। সমাজমাধ্যম এক্স-এ তিনি লেখেন, SIR ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যে একাধিক দুর্ঘটনা ঘটতে দেখা গিয়েছে। বিজেপির বিভাজন ও ঘৃণার রাজনীতির করুণ পরিনতি আমাদের চোখের সামনে ঘটতে শুরু করেছে।এক্স হ্যান্ডলে পোস্ট করে মমতার লড়াকু বার্তা, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব। জনতার উদ্দেশে লিখলেন, ‘চরম কোনও পদক্ষেপ নেবেন না, মা-মাটি-মানুষের সরকার পাশে রয়েছে।’২৮ অক্টোবর থেকে বাংলায় শুরু এসআইআর প্রক্রিয়া। ওইদিনই আতঙ্কে পানিহাটির প্রদীপ করের আত্মহত্যার ঘটনা ঘটে। সুইসাইড নোটে তিনি এনিয়ে আতঙ্কের কথা লিখে গিয়েছিলেন বলে জানা যায়। এরপর বুধবার, কোচবিহারের খায়রুল শেখের নাম ভোটার তালিকায় ভুল থাকায় নাগরিকত্ব বাতিলের ভয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। আর বৃহস্পতিবার বাংলাদেশে পুশব্যাকের আতঙ্কে ঝুলন্ত দেহ উদ্ধার হয় বীরভূমের ইলামবাজারের ৯৫ বছরের বৃদ্ধের। ধারাবাহিকভাবে এসব ঘটনাকে ‘মানবতার সঙ্গে বিশ্বাসঘাতকতা’ বলে উল্লেখ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে দায়ী করার পাশাপাশি জনতার উদ্দেশে আশ্বাসবাণী দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *