Breaking News

পর্যটকদের জন্য অনির্দিষ্টকাল বন্ধ সান্দাকফু!সিদ্ধান্ত রাজ্যের জানেন কেন?

প্রসেনজিৎ ধর :-উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর| দুর্ঘটনা এড়াতে আগেভাগেই পদক্ষেপ করল রাজ্য। আপাতত পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হল সন্দাকফু। ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্টাংশ নিম্নচাপ হিসাবে দক্ষিণ ছত্তীসগঢ় থেকে আরও উত্তর-উত্তর পশ্চিম দিকে সরেছে এবং সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। বর্তমানে তার অবস্থান দক্ষিণ ছত্তীসগঢ় সংলগ্ন পূর্ব বিদর্ভের উপর। এর সঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উঁচুতে। আগামী ২৪ ঘণ্টায় তা আরও উত্তর দিকে সরবে এবং শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলের প্রভাবে আরও দু’দিন ভারী বৃষ্টি চলবে উত্তর এবং দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় শুক্রবার লাল সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগের আশঙ্কা রয়েছে শনিবার পর্যন্ত। তার পর ধীরে ধীরে আবহাওয়া শুকনো হতে পারে।দার্জিলিংয়ের সুকিয়া পোখরি বিভাগের আওতাধীন সন্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। সুকিয়া পোখরি বিভাগের উন্নয়ন কর্মকর্তা আরোগ্য গোয়া জানিয়েছেন, আবহাওয়া দপ্তরের তরফে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তাই নিরাপত্তার কথা মাথায় রেখে সান্দাকফু বন্ধ করে দেওয়া হয়েছে। লাল সতর্কতা প্রত্যাহার না হওয়া পর্যন্ত, সম্পূর্ণরূপে বন্ধই থাকবে। বর্তমানে যারা সান্দাকফুতে রয়েছেন, আগামিকাল অর্থাৎ শুক্রবার সকালে তাঁদের দেওয়া হবে। অর্থাৎ আবহাওয়া উন্নতি হলে তারপরই ফের পর্যটকদের জন্য খুলবে সান্দাকফু।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *