Breaking News

৪ নভেম্বর থেকে SIR হেল্পডেস্ক তৃণমূলের!২৯৪টি ওয়ার রুম খুলতে চলেছে তৃণমূল, তদারকিতে বিধায়করা,ভার্চুয়াল বৈঠকে জানালেন অভিষেক

প্রসেনজিৎ ধর, কলকাতা :-এসআইআর নিয়ে দলের করণীয় কী হবে সে ব্যাপারে সংগঠনে বার্তা দিতে শুক্রবার ভার্চুয়াল বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । রাজ্য, জেলা ও ব্লক স্তরের কয়েক হাজার নেতা ওই বৈঠকে যোগ দিয়েছেন তাতে। যেখানে বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্টদের কী করণীয় তা অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক|সূত্রের খবর, এই বৈঠকেই অভিষেক মোট ২৯৪টি ওয়ার রুম খোলার নির্দেশ দিয়েছেন। যার তদারকি করবেন এলাকার বিধায়করা। তিনি এও জানিয়েছেন, যে ক্ষেত্রে বিধায়ক নেই সেখানে দায়িত্ব সামলাবেন ব্লক প্রেসিডেন্টরা। শুধু তাই নয়, অভিষেক নাকি পইপই করে বলে দিয়েছেন, এই ওয়ার রুমে যেমন থাকবে পর্যাপ্ত ল্যাপটপ ও ইন্টারনেট কানেকশন, তেমনই কম্পিউটার জানা অন্তত চার-পাঁচজন ছেলেকেও সেখানে রাখতে হবে|এখন SIR-এর মৌখিক বিরোধিতার বদলে রাজনৈতিকভাবে লড়বার পথে হাঁটছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই দলের কর্মী. সাংসদ, বিধায়কদের লড়বার নির্দেশ দিলেন তিনি। প্রত্যেক বিধানসভায় ১৫ জনের টিম তৈরি করতে হবে। পাঁচ জনের কাছে থাকবে ল্যাপটপ। মূলত কোচবিহারের মাথাভাঙা ও উত্তর ২৪ পরগনার অশোকনগর থেকে একাধিক অসঙ্গতির খবর আসছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে অনেকসময় দেখা যাচ্ছে, ২০০২ সালের ভোটার লিস্টে নাম থাকার পরও এখন তালিকায় নাম নেই। বৈঠকে এই বিষয়টি তুলে ধরেন অভিষেক। তাঁর নির্দেশ, যে যে জায়গায় অসঙ্গতির খবর বেশি আসছে, সেখানে বিশেষভাবে নজর দেওয়ার পাশাপাশি পরিদর্শনে যাওয়ারও নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দোপাধ্যায় |গত ২৮ অক্টোবর থেকে বাংলায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের কাজ শুরু হয়েছে। এই মুহূর্তে বিএলও-দের প্রশিক্ষণের কাজ চলছে। ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি ও ভোটার তালিকা পরীক্ষার কাজ। আর সেই সময়টা ধরেই হেল্পডেস্ক চালু করতে চলেছে তৃণমূল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *