Breaking News

সায়নী ঘোষ বহিরাগত, ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে,এই দাবিতে আসানসোলে পথ অবরোধ করে বিক্ষোভ তৃণমূল কর্মীদের

সৌমিত্র গাঙ্গুলি,আসানসোল:- দক্ষিণ আসানসোল বিধানসভা কেন্দ্রে অভিনেত্রী সায়নী ঘোষকে টিকিট দেওয়ার পরেই বিক্ষোভে ফেটে পড়লেন তৃণমূলের কর্মী সমর্থকেরা |’সায়নী ঘোষ বহিরাগত, এবার ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে’,এই প্ল্যাকার্ড হাতে শনিবার আসানসোল দক্ষিণ বিধানসভায় এবার পথে নামলেন তৃণমূল কর্মীদের একাংশ | বার্নপুর শিল্পাঞ্চলে দফায় দফায় চলে বিক্ষোভ, পথ-অবরোধ | এই বিক্ষোভ যে হওয়ারই ছিল, তা স্বীকার করে নিয়েছেন শাসকদলের বিদায়ী বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় ও ব্লক সভাপতি লক্ষ্মণ ঠাকুর | অন্যদিকে এদিন আসানসোল ও বার্নপুরে দলের প্রার্থী বিরুদ্ধে একযোগে বিক্ষোভ দেখালেন তৃণমূলের মাইনোরিটি সেল, শিক্ষা সেলের সদস্য ও ছাত্র-যুবকর্মীরা | বিক্ষোভকারীদের একটাই দাবি, সায়নী ঘোষ বহিরাহত, তাঁকে কোনও অবস্থায় মেনে নেওয়া হবে না | তাঁদের দাবি,দলের প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্রকে প্রার্থী করতে হবে| এদিকে আসানসোল দক্ষিণে প্রার্থীর বিরুদ্ধে যেভাবে পথে নেমেছে দলের কর্মী-সমর্থকরা, তাতে চিন্তিত তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *