দেবরীনা মণ্ডল সাহা :- বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর এই ডেবরা কেন্দ্রই এখন রাজ্যের হেভিওয়েট কেন্দ্রগুলির মধ্যে একটি | কারণ, এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন বিজেপির হেভিওয়েট নেত্রী তথা রাজ্যের প্রাক্তন পুলিশকর্তা ভারতী ঘোষ | তৃণমূল কংগ্রেস প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে প্রার্থী করেছে | একজন চাকরি ছেড়েছেন প্রায় তিন বছর আগে। যোগ দিয়েছিলেন গেরুয়া শিবিরে | অন্যজন ইস্তফা দিয়েছেন সম্প্রতি,যোগ দিয়েছেন তৃণমূলে | ভারতী ঘোষ জেলার পুলিশ সুপার পদে থাকায় তাঁর দাবি, হাতের তালুর মতো জেলা তাঁর চেনা | অন্যজন সেই জেলার ভূমিপুত্র, প্রাক্তন দুঁদে পুলিশ অফিসার হুমায়ুন কবীর |২০১৯ লোকসভা নির্বাচনে ঘাটালের প্রার্থী ছিলেন ভারতী | সেসময় এই এলাকায় ঘুরে ঘুরে প্রচার করেছেন | আবার পুলিশ আধিকারিক থাকাকালীনও ডেবরায় কাজ করেছেন ভারতী | এলাকায় সব গ্রামেই রয়েছে ভারতীদেবীর পরিচিত মানুষ | অন্যদিকে হুমায়ুন কবীর ডেবরার ভূমিপুত্র হলেও, সেভাবে কোনওদিন ডেবরায় থাকা হয়নি তাঁর | তাই নিজেকে ডেবরার ভূমিপুত্র হিসেবে | প্রসঙ্গত,এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই বর্তমান বিধায়ক সেলিমা খাতুনকে প্রার্থী করেনি শাসকদল | সুতরাং প্রাক্তন পুলিশকর্তার লড়াই কঠিন হতে চলেছে| যদিও লোকসভা নির্বাচনে এই ডেবরা কেন্দ্রে ৪ হাজার ২৩৯ ভোটে এগিয়ে ছিল বিজেপি | তবে, তাতে ভয় পাচ্ছেন না হুমায়ুন কবীর|