প্রসেনজিৎ ধর, কলকাতা :- মঙ্গলবার থেকে শুরু হয়েছে এসআইআরের প্রথম পর্যায়ের কাজ। আর সেদিনই সাধারণ মানুষের নাগরিকত্ব রক্ষায় পথে নেমেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে প্রথম থেকেই সরব তৃণমূল সুপ্রিমো-সহ নেতা-মন্ত্রীরা। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কা, এসআইআর ঘোষণার পর থেকে মৃত্যুমিছিল, এসবের জন্য বিজেপিকে দায়ী করে মিছিলে হাঁটেন মমতা-অভিষেক। বি আর আম্বেডকরের মূর্তি থেকে জোড়াসাঁকো পর্যন্ত ছিল এই মিছিল। মিছিল শেষে প্রতিবাদ মঞ্চ থেকে মতুয়াদের পাশে থাকার আশ্বাস দেন তৃণমূল সুপ্রিমো মমতা।এদিন ধর্মতলা থেকে জোড়াসাঁকো পর্যন্ত সেই মিছিল শেষে প্রতিবাদ মঞ্চে উঠে মতুয়াদের সর্বোচ্চ অগ্রাধিকারের কথা বললেন তৃণমূল সুপ্রিমো। বললেন, ”মতুয়া ভাইবোন যাঁরা এসেছেন, সামনে চলে আসুন। আপনারা সামনের সারিতে বসুন।” এমনকী দলের নেতাদের নির্দেশ দিলেন, যেন মতুয়াদের একেবারে সামনে নিয়ে আসা হয়। কোনও সমস্যা যাতে না হয়, তা দেখার নির্দেশ দিলেন কাউন্সিলরদের। তাঁর কড়া ধমক, ”বসে থাকা আপনাদের কাজ নয়। যান পিছনে গিয়ে ভিড় সামলান।”
মঙ্গলবার ধর্মতলায় আম্বেদকর মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে সংবিধানের কপি হাতে নিয়ে মিছিল শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলে শামিল হয়েছেন দলের নেতা, কর্মী, সাংসদ, বিধায়ক, কাউন্সিলর ছাড়াও মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি, একঝাঁক সেলিব্রিটি। সংবিধানের কপি হাতে নিয়েই প্রায় ৪ কিলোমিটার রাস্তা হাঁটেন মমতা-অভিষেক। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে প্রতিবাদ মঞ্চে যোগ দেন তাঁরা। আর মঞ্চে উঠেই মতুয়াদের সামনে ডেকে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।শুধু তাই নয়, এদিন মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মতুয়াদের নিয়ে গর্জে ওঠেন। বিজেপির পাতা ফাঁদে পা দিতে মতুয়া, রাজবংশীদের বারণ করেন তৃণমূল সেনাপতি। অসমের প্রসঙ্গ তুলে বলেন, ওখানে হিন্দুদের সঙ্গে যা হয়েছে, আপনাদের সঙ্গেও সেই পরিণতি হবে। কোনও মতুয়াকে বাংলাদেশে পুশব্যাক করতে দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন অভিষেক।
Hindustan TV Bangla Bengali News Portal