Breaking News

হাইকোর্টে পিছু হটল বিজেপি!বর্ধমানে শুভেন্দুর মিছিলের দিন বদলাল

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- গুরু নানকের জন্মদিনে বর্ধমানে মিছিল নিয়ে পিছু হটল বিজেপি। শিখ ধর্মাবলম্বী মানুষের কথা ভেবে কর্মসূচি পিছিয়ে দিতে তারা প্রস্তুত। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে’র ৫ নভেম্বরের পরিবর্তে বর্ধমানে ওই মিছিল হবে আগামী ৯ নভেম্বর। রাজ্যের আইনজীবীও এদিন আদালতে জানালেন, ৯ নভেম্বর মিছিল করলে অনুমতি দিতে প্রশাসনের কোনও অসুবিধা নেই।বুধবার গুরু নানকের জন্মজয়ন্তীতে বর্ধমান শহরে কার্জন গেট লাগোয়া দু’টি গুরুদ্বারায় ধর্মীয় সভা মিছিল হবে ৷ তাই গতকাল বিজেপির মিছিলের দিন বদলের জন্য ডিভিশন বেঞ্চে আবেদন জানায় রাজ্য ও গুরুদ্বারা কমিটি ৷ আবেদনে উল্লেখ করা হয়, ৫ নভেম্বর বিজেপির মিছিলের দিনই গুরুনানকের জন্মজয়ন্তী ৷ দীর্ঘদিন ধরে এদিনে শোভাযাত্রা হয় ৷ তাতে কয়েক হাজার মানুষ যোগ দেয় ৷ তিনকোনিয়া ও চরণকমল গুরুদ্বারা, কার্জন গেট থেকে মাত্র ৭০০-৮০০ মিটার দূরে ৷ ঠিক এদিনে একই জায়গায় বিজেপির মিছিলে আদালত কী করে অনুমতি দেয় ? রাজনৈতিক দলের প্রতিবাদ মিছিল তো যে কোনও দিন হতে পারে ৷ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ এই বক্তব্য শোনার পর মামলাকারী বিজেপির আইনজীবীকে বলে, “আপনারা 5 নভেম্বরের পরিবর্তে ৮ নভেম্বর মিছিল করুন ৷ সপ্তাহান্তে পুলিশ প্রশাসনেরও অসুবিধা হবে না ৷” কিন্তু বিজেপির তরফে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানান, তাঁরা ৯ নভেম্বর এই মিছিল করতে চান ৷ আদালত এই তারিখে মিছিলে অনুমতি দিয়েছে|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *