Breaking News

SIR-র ফর্ম বিলি শুরুর পরদিন কয়েকশো আধার কার্ড উদ্ধার!চাঞ্চল্য পূর্বস্থলীতে

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল, মঙ্গলবার থেকে বিএলও-রা বাড়ি বাড়ি ফর্ম নিয়ে যেতে শুরু করেছেন। সেই আবহে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে বান্ডিল বান্ডিল আধার কার্ড উদ্ধার হল। এলাকারই একটি জলাশয় থেকে ওই বিপুল পরিমাণ কার্ড উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।তিনটি বস্তায় ভরে আধার কার্ড-সহ অন্যান্য কাগজপত্র রাতের অন্ধকারে কেউ ফেলে গিয়েছে বলে অভিযোগ। এই আধার কার্ড নিয়ে শুরু হয়েছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, এসআইআর-র ভয়ে এই ভুয়ো আধার কার্ড ফেলে দেওয়া হয়েছে। অন্যদিকে তৃণমূলের দাবি, এই কার্ডগুলো নকল তাই ফেলে দিয়েছে। মহকুমাশাসক জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হবে।পূর্বস্থলী ২ নম্বর ব্লকের বরডাঙা এলাকার একটি বিলে বুধবার সকালে আধার কার্ডগুলি ভেসে থাকতে দেখে এলাকার মানুষজন। খোঁজ করতে গিয়ে তিনটি বস্তা দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পূর্বস্থলী থানার পুলিশ। উদ্ধার করা হয় জলে ভেসে থাকা আধার কার্ড ও একটি বস্তা। জলের নিচে থাকা আরও দুটি বস্তা ভর্তি আধার কার্ডগুলি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি পুলিশের তরফ থেকে এলাকাবাসীর উদ্দেশে মাইকিং করে জানানো হচ্ছে, কেউ আধার কার্ড পেলে, তা যেন প্রশাসন কিংবা থানায় জমা দেয়।বিজেপি তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, আধার কার্ডগুলি অবৈধ। আর এসআইআর শুরু হতেই এই অবৈধ আধার কার্ড নষ্ট করতেই ফেলে যাওয়া হয়েছে। স্থানীয় বিজেপি নেতা পরিমল মিস্ত্রি বলেন, “হয়তো এগুলো ভুয়ো আধার কার্ড। কী জন্য বস্তাভর্তি আধার কার্ড ফেলে দেওয়া হয়েছে, তা তদন্তে করে দেখা দরকার। আমরা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি।” অন্যদিকে, পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, “আমার মনে হচ্ছে এগুলো ডুপ্লিকেট কার্ড। তাই ফেলে দিয়েছে। তবে এসআইআরের আতঙ্কে এখানে এই আধার কার্ড ফেলে দেওয়া হয়েছে কি না, বলতে পারব না।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *