Breaking News

এসআইআরের বিরুদ্ধে আমরণ অনশনে বসলেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরপন্থী মতুয়ারা!মমতাবালার ভার্চুয়াল সমর্থন

প্রসেনজিৎ ধর :-ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে বুধবার থেকে আমরণ অনশনে বসেছেন মতুয়ারা| নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে এই প্রতিবাদ শুরু হলেও মঞ্চে সরাসরি উপস্থিত ছিলেন না তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। বিশেষ কাজে বাইরে থাকায় তিনি ভার্চুয়ালি অনশনের সূচনা করেছেন। অনশনকারী মতুয়াদের দাবি, SIR-এ ২০২৪ পর্যন্ত ভারতে স্থায়ীভাবে বসবাসকারী মতুয়াদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। মতুয়া মহাসংঘের পদাধিকারীরা মঞ্চে উপস্থিত থেকে এই দাবির পক্ষে অবস্থান জানিয়েছেন।এসআইআর হলে রাজ্যের প্রায় ২ কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। তিনি বলেছিলেন, দেখা যাবে বাদ যাওয়াদের তালিকার ৯৫ শতাংশই মতুয়া। আতঙ্কে সকলে সিএএ-র ফর্মপূরণ করছে বলে জানিয়েই প্রতিবাদের ডাক দিয়েছিলেন সাংসদ। বিজেপির ষড়যন্ত্রের প্রতিবাদে ৫ নভেম্বর থেকে আমরণ অনশনের ডাক দেন তিনি। সেই মতোই বুধবার বেলা ১২ টা থেকে ঠাকুরবাড়িতে আমরণ অনশন শুরু করলেন মমতাবালাপন্থী মতুয়ারা। মঞ্চে রয়েছেন মতুয়া মহাসংঘের পদাধিকারীরা। তাঁদের দাবি, SIR-এ ২০২৪ সাল পর্যন্ত ভারতে স্থায়ীভাবে বসবাসকারী মতুয়া, যারা দেশভাগের বলি তাঁদের নিঃশর্ত ভোটাধিকার দিতে হবে। তাঁদের সাফ কথা, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আমরণ অনশন চলবে। তবে শান্তনু ঠাকুরের আশ্বাস, “মতুয়ারা সিএএ-তে আবেদন করুন। আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করব যাঁদের ২০০২ সালের লিস্টে নাম নেই তাঁদের নাম যেন না কাটা হয়।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *