Breaking News

এসআইআর উদ্বেগে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা!বিশেষ কমিটি গঠন অভিষেক বন্দোপাধ্যায়ের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যজুড়ে এসআইআর আতঙ্কে আত্মঘাতী হচ্ছেন মানুষ,এমনটাই দাবি শাসকদল তৃণমূলের। মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তৃণমূল কংগ্রেস বিশেষ উদ্যোগ নিয়েছে। রাজ্যে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, পাশাপাশি ২ জন হাসপাতালে চিকিৎসাধীন। একের পর এক আত্মহত্যার ঘটনায় উদ্বিগ্ন হয়ে, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি বিশেষ কমিটি গড়েছেন। শনিবার প্রথম দিনে দলের নেতারা মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে বিভিন্ন স্থানে পৌঁছেছেন। রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম এবং লোকসভার সাংসদ পার্থ ভৌমিক বিকেলে প্রদীপ করের পরিবারের সঙ্গে দেখা করবেন। টিটাগড়ে বিকেল ৪টায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডাঃ শশী পাঁজা ও তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।গত ৩ নভেম্বর ডানকুনি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের নজরুলপল্লির বাসিন্দা হাসিনা বেগমের মৃত্যু হয়। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় আতঙ্কে ভুগছিলেন ষাটোর্ধ্ব ওই মহিলা। তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং সুদীপ রাহার। SIR ‘আতঙ্কে’ হুগলির শেওড়াফুলিতে মৃত মহিলার পরিবারের সঙ্গে এদিন দেখা করেন জয়া দত্ত-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এছাড়া উলুবেড়িয়ার খলিসানির বাসিন্দা তিরিশের যুবক নিহত জাহির মালের পরিবারের সঙ্গেও দেখা করতে যাবে তৃণমূল প্রতিনিধি দল। অরূপ চক্রবর্তী-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব স্বজনহারাদের সঙ্গে দেখা করেন । এই কমিটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নেতারা মৃতদের পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখবেন। এবং তাঁদের সাহায্য করবেন। দলের সদস্যরা রাজ্যের বিভিন্ন স্থানে গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন এবং তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দেবেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *