নিজস্ব সংবাদদাতা :-ফের চলল গুলি, নেপথ্যে পারিবারিক বিবাদ। এই ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক উত্তেজনা ওল্ড মালদা পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে খইহাট্টা এলাকায়। বাইক না দেওয়ায় ভাইকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ দাদার বিরুদ্ধে। গুলিবিদ্ধ ভাইয়ের নাম প্রকাশ দত্ত। বয়স ৪৩ বছর। ঘটনার পর থেকেই অভিযুক্ত মদন দত্তের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। খবর পেয়েই ছুটে যায় মালদহ থানার পুলিশ। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। অন্যদিকে শুধুমাত্র বাইক নিয়েই বচসা থেকে গুলি নাকি এর পিছনে অন্য কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, অভিযুক্ত আগ্নেয়াস্ত্র কীভাবে পেল তাও খতিয়ে দেখা হচ্ছে।গুলিবিদ্ধ যুবকের নাম প্রকাশ দত্ত (৪৩)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে পুরাতন মালদহ পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের খইহাট্টা এলাকায়। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে দুই ভাই অর্থাৎ প্রকাশ এবং মদন দত্তের মধ্যে টাকা-পয়সা এবং মোটরবাইক ব্যবহার করা নিয়ে গণ্ডগোল চলছিল। এদিন সন্ধ্যায় ভাই প্রকাশের কাছে বাইক চায় দাদা মদন দত্ত। কিন্তু না বলাতেই দুজনের মধ্যে বচসা ভয়ংকর আকার নেই। এর মধ্যেই হঠাৎ করেই আগ্নেয়াস্ত্র নিয়ে ভাইয়ের উপর চড়াও হয় দাদা। বাড়ির উঠানেই ভাই প্রকাশ দত্তকে গুলি মারে। পিঠে গুলি লাগে প্রকাশের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। গুলির শব্দে ছুটে আসেন আশেপাশের লোকজন।স্থানীয় মানুষজনই আশঙ্কাজনক অবস্থায় প্রকাশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেই সুযোগেই চম্পট দেয় অভিযুক্ত মদন দত্ত।গুলিবিদ্ধ প্রকাশ দত্তের স্ত্রী মানসী দত্ত বলেন, “মোটরবাইক চাওয়া নিয়ে ঝগড়া হচ্ছিল। হঠাৎ পিস্তল এনে ওর উপর হামলা চালায় ভাসুর। পিঠে গুলি লেগেছে।” ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Hindustan TV Bangla Bengali News Portal