দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এবার আন্তর্জাতিক সম্মান পেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । তাঁকে ডি লিট দিতে চলেছে জাপানের বিশ্ববিদ্যালয়। আগামী ১২ নভেম্বর ওই বিশেষ সম্মান দিতে কলকাতায় আসছেন জাপানের প্রতিনিধিরা। এর আগে রাজ্যের দুই বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি লিট দেওয়া হয়েছিল মমতাকে। এবার বিদেশের বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে দেওয়া হচ্ছে পুরস্কার।সূত্রের খবর, জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি’লিট প্রদান করা হচ্ছে। চলতি সপ্তাহে কলকাতায় আসছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। আলিপুরের এক প্রেক্ষাগৃহে অনুষ্ঠানের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ সম্মানে ভূষিত করা হবে বলে খবর। এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়, সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় ও ভুবনেশ্বরের KIIT থেকে সাম্মানিক ডি’লিট পেয়েছেন মুখ্যমন্ত্রী। এবার বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে সেই সম্মান প্রাপ্তি হতে চলেছে।জানা যাচ্ছে, জাপানের ইউকোহামা বিশ্ববিদ্যালয়ের তরফে বাংলার মুখ্যমন্ত্রীকে ডি’লিট উপাধি দেওয়া হচ্ছে। আগামী ১২ তারিখ কলকাতার ‘ধনধান্যে’ প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মানিত করবেন ইউকোহামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। সেই উপলক্ষে তাঁদের কলকাতায় আগমন বলে জানা গিয়েছে। তবে এই প্রথম নয়, মুখ্যমন্ত্রী এর আগেও অন্তত তিন জায়গা থেকে এই সাম্মানিক উপাধি পেয়েছেন।২০১৮ সালে মুখ্যমন্ত্রীকে ডি লিট দেয় কলকাতা বিশ্ববিদ্যালয়। তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী মমতার হাতে সেই সম্মান তুলে দিয়েছিলেন। সেই সম্মান প্রদান নিয়ে বিতর্ক হয়েছিল সেই সময়, মামলাও হয়েছিল কলকাতা হাইকোর্টে। এছাড়া ২০২৩-এ মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডি লিট দেয় সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। রাজ্যপাল সিভি আনন্দ বোসের হাত থেকে সেই সম্মান নেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসেবে এবার তৃতীয় ডি লিট পেতে চলেছেন মমতা বন্দোপাধ্যায় । ডি লিট ছাড়াও ভুবনেশ্বরের ‘কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি’-র তরফ থেকে মমতাকে সাম্মানিক ডক্টরেট দেওয়া হয়। গত মার্চ মাসে বক্তব্য রাখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে। অক্সফোর্ডের অধীন কেলগ কলেজে বক্তব্য রেখেছিলেন তিনি। রাজ্যের উন্নয়ন সহ একাধিক বিষয়ে কথা বলেন সেখানে। তবে সেখানে অনুষ্ঠান চলাকালীন মমতাকে বিক্ষোভের মুখে পড়তে হয়। এবার এক আন্তর্জাতিক সম্মান পেতে চলেছেন তিনি।
Hindustan TV Bangla Bengali News Portal