নিজস্ব সংবাদদাতা :-ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে দিল্লি। নাশকতা না নেপথ্যে অন্য কোনও কারণ তার তদন্ত শুরু হয়েছে। পার্ক করা গাড়িতে কি বোমা রাখা হয়েছিল? উঠছে প্রশ্ন। ধোঁয়াশায় স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই গোটা রাজধানীতে হাই এলার্ট জারি করে দেওয়া হয়েছে। দিল্লির ঘটনার জেরে সতর্ক লালবাজারও। তৎপর কলকাতা পুলিশ। সূত্রের খবর, দিল্লির ঘটনার জেরে কলকাতা পুলিশ প্রতিটি থানাকে সর্তক করল লালবাজার। পেট্রোলিং ও নাকা চেকিং করে নজরদারির নির্দেশ লালবাজারের। সূত্রের খবর, শহরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এদিন সন্ধ্যেয় উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সেই সঙ্গে শহরের সব কটি থানা এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, কলকাতা-সহ সব বড় শহরের থানায়, মেট্রো স্টেশনে, রেলওয়ে জংশনে নিরাপত্তার নজরদারি বাড়ানো হয়েছে। সন্দেহভাজন ব্যাগ বা ব্যাক্তি দেখলেই তল্লাশি করা হচ্ছে। বিশেষভাবে মেট্রো ও বিমানবন্দর এলাকায় সিসিটিভি ক্যামেরার নজরদারি বাড়ানো হয়েছে।এই আবহে বাড়ল ভারত ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের নিরাপত্তা বাড়ল |১৪ তারিখ থেকে ইডেনে শুরু হবে প্রথম টেস্ট, এই ম্যাচের জন্য অফলাইনে টিকিট বিক্রির পাশাপাশি অনলাইনে টিকিট রিডিম করার কাজ শুরু হয়েছে। তার আগে হাই অ্যালার্টের জন্য বাড়ানোর হয়েছে নিরাপত্তা। ভারতীয় দল এবং আসতে চলা দক্ষিণ আফ্রিকা দলের জন্য নিরাপত্তা বাড়ানো হচ্ছে। পাশাপাশি টিকিট বিক্রির কাউন্টারে বাড়ছে নিরাপত্তা। ম্যাচের জন্যও বাড়তি নিরাপত্তার পরিকল্পনা করা হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal