দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- উত্তরবঙ্গ সফর শেষে মঙ্গলবার স্বাস্থ্যভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোবাইল মেডিক্যাল ইউনিট উদ্বোধন করলেন। মোট ১১০টি আধুনিক ভ্রাম্যমাণ চিকিৎসা যান রাজ্যের মানুষের সেবায় নামল। মুখ্যমন্ত্রী বলেন, “গত ১৪ বছরে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে, আজকের এই উদ্যোগ সেই পথকেই আরও শক্তিশালী করবে।” এক একটি মোবাইল ইউনিটের দাম ৪০ লক্ষ টাকা। এতেই করা সম্ভব ৩৫ রকমের পরীক্ষা। ইউএসজি, প্রসূতি মহিলা এবং তাঁর বাচ্চার পরীক্ষা থেকে শুরু করে এলএফটির মতো পরীক্ষা, চোখের পরীক্ষা, ইএনটি-র পরীক্ষাও এই ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্সেই করা সম্ভব। পাওয়া যাবে আরও নানাবিধ চিকিৎসা পরিষেবা। মূলত গ্রামীণ এলাকাগুলির চিকিৎসা পরিষেবার উন্নতি, আদিবাসী অধ্যুষিত এলাকাগুলির স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের ক্ষেত্রেই কাজ করবে এই মোবাইল ইউনিটগুলি। যে সমস্ত এলাকায় সর্বাধিক প্রয়োজন রয়েছে সে সব জায়গাতেই পাঠানো হবে বলে আপাত ভাবে স্থির হয়েছে। ঘুরে ঘুরে দেবে চিকিৎসা পরিষেবা।স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, এই ভ্রাম্যমাণ চিকিৎসা যানগুলি স্বয়ংসম্পূর্ণ। এই যানের মধ্যেই থাকবেন চিকিৎসক, নার্স, টেকনেশিয়ানরা। রয়েছে প্রয়োজনীয় সরঞ্জামও। রয়েছে ওষুধ। প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে এই যানগুলি। গাড়িগুলিতে ৩৫টি শারীরিক পরীক্ষা করা যাবে। বিনামূল্যে সেই পরিষেবা পাবেন রাজ্যবাসী। এই পরিষেবা চালাতে প্রতিমাসে ২ কোটি ৫০ লক্ষ টাকা খরচ করবে রাজ্য।
Hindustan TV Bangla Bengali News Portal