প্রসেনজিৎ ধর, কলকাতা :- ট্র্যাফিক ব্লকের কারণে গ্রিন লাইনের শেষ মেট্রো পরিষেবাগুলি আজ, মঙ্গলবার পুনঃনির্ধারণ করা হবে। হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো পরিষেবা সল্টলেক সেক্টর ৫-এর উদ্দেশ্যে ২১.৪৫ টার পরিবর্তে ২০.৪৫ টায় ছেড়ে যাবে। একইভাবে, সল্টলেক সেক্টর ৫ থেকে শেষ মেট্রো পরিষেবা হাওড়া ময়দানের উদ্দেশ্যে ২১.৪৭ টার পরিবর্তে ২০.৪৬ টায় ছেড়ে যাবে। এই করিডোরে স্বাভাবিক পরিষেবাগুলি বুধবার ১২ নভেম্বর, ২০২৫-এ উপলব্ধ থাকবে। মঙ্গলবার হাওড়া ময়দান থেকে সল্টলেকগামী শেষ মেট্রো ছাড়ে রাত পৌনে ১০টার সময়। কিন্তু ৯ নভেম্বর সেই সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত পৌনে ৯টায়। অন্য দিকে, সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী শেষ মেট্রো রাত ৯টা ৪৭ মিনিটের পরিবর্তে ছা়ড়বে রাত ৮টা ৪৭ মিনিটে। প্রথম মেট্রো বা দিনের অন্য সময়ের পরিষেবায় কোনও পরিবর্তন হচ্ছে না বলেই জানিয়েছেন মেট্রোরেল কর্তৃপক্ষ।ট্র্যাফিক ব্লক করে কাজ হবে। সেই কারণে আজ, মঙ্গলবার গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ শেষ মেট্রোর সময় এগিয়ে আনা হল।
Hindustan TV Bangla Bengali News Portal