Breaking News

দীর্ঘ প্রতীক্ষার অবসান!আমঘাটা থেকে কৃষ্ণনগর পর্যন্ত রোজ চলবে ট্রেন,সময়সূচি জানিয়ে দিল রেল

দেবরীনা মণ্ডল সাহা :-কৃষ্ণনগর–আমঘাটা রুটে অবশেষে শুরু হল বহু প্রতীক্ষিত ট্রেন পরিষেবা। শনিবার উদ্বোধনের মধ্য দিয়ে শেষ হল দীর্ঘদিনের জল্পনা। রেল সূত্রে খবর, আগামী ১৭ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রী পরিষেবা চালু হবে। এই নতুন লোকাল পরিষেবা চালুর ফলে কৃষ্ণনগর শহর ও আমঘাটা অঞ্চলের মানুষের দৈনন্দিন যাতায়াতে বড়সড় সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। বিশেষত ছাত্র-ছাত্রী, চাকরিজীবী ও ব্যবসায়ীদের মধ্যে ইতিমধ্যেই আনন্দের স্রোত বইছে। তবে এই আনন্দের মাঝেও কিঞ্চিত দুঃখ রয়ে গেল নবদ্বীপ এবং স্বরূপগঞ্জবাসীদের মনে, তাদের দাবি ট্রেনটি নবদ্বীপ ঘাট পর্যন্ত চালু হয়ে গেলে উপকৃত হবেন বহু মানুষেরা।আজ সাংসদ জগন্নাথ সরকারের হাত ধরে এই উদ্বোধন হয়। আমঘাটা স্টেশনে সবুজ পতাকা দিয়ে এই যাত্রার শুভ সূচনা হয়। তবে, এই ট্রেন উদ্বোধনের সময় স্থানীয় ‘রেল বাঁচাও কমিটির’ পক্ষ থেকে দাবি তোলা হয় যাতে এই ট্রেন আমঘাটায় না থেমে থেকে আগের ন্যারোগেজের মতোই নবদ্বীপ ঘাট পর্যন্ত চলে এবং তারই ব্যবস্থা করতে হবে। এরপর এই দাবি মেনে নেন সাংসদ জগন্নাথ সরকার। তিনি প্রতিশ্রুতি দেন, যেইভাবে এই ট্রেন আমঘাটা পর্যন্ত চালু হয়েছে, ঠিক সেই রকমই পরবর্তীতে নবদ্বীপ ঘাট পর্যন্ত চলবে। রেললাইন সম্প্রসারণ করে ট্রেন চালানো হবে। তবে সেখানে রাজ্য সরকার রেলে জমি ফিরিয়ে দিতে না পারাতেই এই সমস্যা হচ্ছে। স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বলেন, “আমাদের ভাল লাগছে এই বিষয়ে কোনও সন্দেহ নেই। সারা নবদ্বীপবাসী আনন্দিত। এর আগে কোনও এক অদৃশ্য কারণে বন্ধ হয়ে গিয়েছিল। তবে ভারতীয় রেল যে আবারও চালু করল তা বলার অপেক্ষা রাখে না।”রেল সূত্রে খবর, আপ ও ডাউন মিলিয়ে মোট তিনজোড়া ট্রেন চলবে। কৃষ্ণনগর থেকে ট্রেন ছাড়বে সকাল ৬টা বেজে ৪৫ মিনিট, দুপুর-১টা বেজে ৩০ মিনিট, রাত ৯টা বেজে ১৫ মিনিটে। অপরদিকে, আমঘাটা স্টেশন থেকে ট্রেন ছাড়বে সকাল ৭টা বেজে ৮ মিনিট, দুপুর ১টা বেজে ৫৩ মিনিট ও রাত ৯টা ৩৮ মিনিট।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *