প্রসেনজিৎ ধর, কলকাতা :- প্রাথমিক নিয়োগ মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিলের হুঁশিয়ারি দিলেন বিচারক | বুধবার ইডি-র ওই মামলার শুনানি থাকা সত্ত্বেও বিচারভবনে সশরীরে হাজিরা দিতে আসেননি পার্থ। তাতেই বিরক্ত হয়ে পার্থের জামিন বাতিলের হুঁশিয়ারি দিলেন বিচারক।বিচারকের স্পষ্ট বার্তা, ”আপনারা পচা শামুকে পা কাটবেন না।” অন্যদিকে এদিন ব্যাঙ্কশাল আদালতে তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়।বুধবার ইডি বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের হাজিরার দিন ছিল। তিনি অনুপস্থিত থাকায়, বিচারক শুভেন্দু সাহা প্রশ্ন তোলেন, পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক এমন কোনও অসুস্থতা রয়েছে কি, যে চিকিৎসক তাঁকে বেড রেস্টের পরামর্শ দিয়েছেন? তা তো নয়। তাহলে কেন পার্থ চট্টোপাধ্যায় সশরীরে হাজিরা দিলেন না? তার কারণ গরহাজিরার কারণ হিসাবে পার্থর আইনজীবীরা অসুস্থতার কারণ দর্শিয়েছিলেন। তখনই বিচারক আইনজীবীদের উদ্দেশে স্পষ্ট করে দেন, যে জামিন তিনি ‘কনফর্ম’ করেছেন, তা তিনি খারিজ করে দিতে পারেন। পার্থর আইনজীবীরা আদালতে জানান, পরবর্তী দিন সশরীরেই হাজিরা দেবেন পার্থর।পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একগুচ্ছ মামলা ছিল। প্রায় প্রত্যেকটিতেই জামিন পেয়ে গিয়েছিলেন তিনি। ঝুলে ছিল একটি প্রাথমিকের মামলা। এর আগে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুরের বিশেষ সিবিআই আদালত তাঁকে জামিন দিয়েছিল। প্রাথমিকের মামলায় জামিন মঞ্জুর করে হাইকোর্ট।পার্থ ছাড়াও বুধবার আদালতে অনুপস্থিত ছিলেন মামলার আর এক অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, কুন্তল ঘোষ, পার্থের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়-সহ বেশ কয়েক জন হাজির ছিলেন। আদালতে অর্পিতা জানান, তাঁর তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। অ্যাকাউন্টগুলি ফের খুলে দেওয়ার আবেদন জানান তিনি। অর্পিতার যুক্তি, অ্যাকাউন্টগুলি ২০০২ সালের। তখন এই মামলার অস্তিত্ব ছিল না। তাই তাঁর অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়ার কোনও যুক্তি নেই। আগামী ৮ ডিসেম্বর অর্পিতার এই আবেদনের শুনানি হবে।
Hindustan TV Bangla Bengali News Portal