প্রসেনজিৎ ধর :-বীরভূমের রামপুরহাটে জাতীয় সড়কের ধারে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দু’জন শ্রমিক গুরুতরভাবে জখম হলেন। হাত–পা উড়ে যাওয়ার মতো ভয়াবহ এই দুর্ঘটনায় রীতিমতো শিউরে উঠেছে স্থানীয় এলাকার মানুষজন। বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ ১৪ নম্বর জাতীয় সড়কের রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের লোটাস প্রেস মোড়ে অক্সিজেন ভর্তি সিলিন্ডার নামানোর কাজ চলছিল। লরি থেকে একটি সিলিন্ডার নামানোর সময় সেটি হঠাৎ মাটিতে পড়ে বিকট শব্দে ফেটে যায়। মুহূর্তের মধ্যে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। ফলে দু’জন শ্রমিক গুরুতর আহত হন। তাঁদের নাম আবু তালেব ও উজির হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আহতদের শরীরের অঙ্গ ছিটকে গিয়ে প্রায় ৫০ থেকে ১০০ মিটার দূরে গিয়ে পড়ে।ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। ঘটনা দেখে আঁতকে ওঠেন তাঁরা। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গেছে, লরির চালক সহ বেশ কয়েকজন শ্রমিক সেখানে উপস্থিত ছিলেন। সিলিন্ডার ফেটে যাওয়ার অভিঘাতে এক শ্রমিকের পা এবং অন্যজনের হাত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তাঁরা। যন্ত্রণায় তাঁরা আর্তনাদ করতে থাকেন। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। রামপুরহাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Hindustan TV Bangla Bengali News Portal