প্রসেনজিৎ ধর, কলকাতা :- এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ দিন। ২০১৬ সালের নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের অযোগ্যদের চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন। আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের ‘দাগি’ যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন।৫৪ পাতার সেই তালিকায় অযোগ্য প্রার্থীর নাম, রোল নম্বর, বিষয় (যে বিষয়ে তিনি শিক্ষকতা করতেন), বাবার নাম, প্রার্থীর জন্ম সাল সামনে এনেছে কমিশন।২০১৬ -এর শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে তালিকা আগে প্রকাশ করা হয়েছিল সেই তালিকায় চাকরিপ্রার্থী পরীক্ষার্থীদের শুধু শুধু নাম ও রোল নম্বর ছিল। কিন্তু বৃহস্পতিবার এই সংক্রান্ত যে তালিকা কমিশনের তরফে প্রকাশ করা হল তাতে আদালতের নির্দেশে মান্যতা দিয়েই রোল নম্বর, নাম, বিষয়, বাবার নাম এবং জন্ম তারিখ-সহ আপলোড করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে।বুধবার ফের শীর্ষ আদালত নির্দেশ দেয় পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। শুধু তাই নয়, পূর্ণাঙ্গ তালিকায় ঠিকানা, পিতৃপরিচয় থাকতে হবে। আদালতের নির্দেশ মেনে আজ, বৃহস্পতিবার অযোগ্যদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। কমিশনের ওয়েবসাইটে সেই তালিকা দেখা যাচ্ছে।তার আগেই সাংবাদিকদের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু | তিনি জানান, “আদালতের নির্দেশ মেনেই এসএসসি তালিকা প্রকাশ করা হবে।”একই সঙ্গে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার যে নির্দেশ রয়েছে, তা মেনেই স্কুল সার্ভিস কমিশন কাজ করছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
Hindustan TV Bangla Bengali News Portal