Breaking News

ডায়মন্ড হারবারে আহত বিজেপি কর্মীদের দেখতে গিয়ে বিক্ষোভের মুখে সুকান্ত! অভিষেকের গড়ে উঠল গো-ব্যাক স্লোগান

নিজস্ব সংবাদদাতা :- ডায়মন্ড হারবারে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার | দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে নিজেই তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন তিনি। উঠল ‘গো ব্যাক’ স্লোগান।ডায়মন্ড হারবারের সরিষায় যে আসছেন সুকান্ত সে খবর ছিল পুলিশের কাছে। নিরাপত্তার জন্য পুরোমাত্রায় প্রস্তুতও ছিল। সূত্রের খবর, এদিন সুকান্ত মজুদারের কনভয় যখন সরিষার মধ্যে ঢোকে তখনই আচমকা একটা জমায়েত চলে আসে। উঠতে তাকে গো-ব্যাক স্লোগান। যদিও আন্দোলকারীদের দাবি ছিল তাঁরা বিজেপির কর্মী-সমর্থক। যদিও বিজেপি নেতাদের দাবি, কোনওভাবেই তাঁরা তাঁদের দলের লোক নয়। পুরোটাই তৃণমূলের উস্কানিতে হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছোয় ডায়মন্ড হারবার থানার পুলিশ। সুকান্তকে নিরাপদে এলাকা থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে প্রশ্ন করা হলে সুকান্ত বলেন, ‘‘বিহার ভোটের ফলপ্রকাশের দিনে ডায়মন্ড হারবারে যে বিজেপি কর্মীদের উপর হামলা হয়েছিল, আমি যাতে তাঁদের সঙ্গে দেখা করতে না পারি, সে জন্য তৃণমূল সব রকম চেষ্টা চালিয়েছিল। কিন্তু আমাদের আটকাতে পারেনি।’’সুকান্তের দাবি, বিক্ষোভকারীরা সকলেই গলায় গেরুয়া উত্তরীয় জড়িয়ে এসেছিলেন, যাতে তাঁদের তৃণমূল হিসাবে চিহ্নিত করা না যায়। সুকান্তের আরও দাবি, নিজেদের আসল পরিচয় গোপন করতেই নিজেদের দিলীপের অনুগামী বলে পরিচয় দেন বিক্ষোভকারীরা। সুকান্তের কথায়, ‘‘বজবজে যখন আক্রান্ত বিজেপি কর্মীর বাড়ি যাচ্ছিলাম, তখনও একই কৌশল নিয়েছিল। কপালে গেরুয়া টিপ, গলায় গেরুয়া উত্তরীয় নিয়ে হামলা করতে এসেছিল। তখন ওইটুকুই করেছিল, নিজেদেরকে বিজেপি বলে দাবি করেনি। এ বার সেই দাবিও করছে। ধাপে ধাপে এগোচ্ছে।’’ সুকান্তের প্রশ্ন, ‘‘ওরা যদি সত্যিই বিজেপি হয়, তা হলে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করল না কেন?’’অন্যদিকে তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার আবার বিজেপির সাংগঠনিক দুর্বলতা নিয়ে খোঁচা দিচ্ছেন। খোঁচা দিচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে। খানিক কটাক্ষের সুরেই তিনি বলছেন, “ওদের এখনও পর্যন্ত রাজ্য কমিটি তৈরি হয়নি। সুকান্ত মজুমদার সক্রিয়ভাবে রাজ্য কমিটি তৈরিতে বাধা দিচ্ছেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী নিজের মতো চলছেন। আসলে অনেকগুলি গোষ্ঠী রয়েছে। সে কারণেই পুরনো বিজেপির লোকজনই সুকান্ত মজুমদারকে গো ব্যাক স্লোগান দিচ্ছেন|”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *