প্রসেনজিৎ ধর, কলকাতা :-রাজ্যপাল সিভি আনন্দ বোসের উদ্যোগে রাজভবনের নাম পাল্টে গেল। কেন্দ্র ইতিমধ্যেই ওই প্রস্তাবে সিলমোহর দিয়েছে। ফলে ঔপনিবেশিক আমলের ছাপ সরিয়ে বাংলার রাজভবনের নতুন নাম হল ‘লোক ভবন’। রাজভবনের নাম পরিবর্তনের এই প্রস্তাব নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে কেন্দ্রের অনুমোদন মিলতেই আনুষ্ঠানিক ঘোষণা করল রাজভবন কর্তৃপক্ষ।রাজ্যপাল জানিয়েছেন, শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের সব রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলেই রাজভবনের নাম বদলে লোকভবন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ এ দিন কলকাতার রাজভবনের ক্ষেত্রে সেই সিদ্ধান্তই কার্যকর করা হল৷রাজ্যপাল জানিয়েছেন, শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের সব রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলেই রাজভবনের নাম বদলে লোকভবন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ এদিন কলকাতার রাজভবনের ক্ষেত্রে সেই সিদ্ধান্তই কার্যকর করা হল৷ রাজ্যপাল এদিন নিজে হাতেই রাজভবন লেখা বিভিন্ন ফলক সরিয়ে লোক ভবন লেখা ফলক লাগিয়ে দেন৷ রাজ্যপাল জানিয়েছেন, যেহেতু রাজভবনের মূল উদ্দেশ্যই সাধারণ মানুষের সমস্যার সমাধান করা, তাই রাজ ভবনের নাম বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷এদিন নাম পরিবর্তনের পরই রেড রোড ধরে ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌঁছন রাজ্যপাল বোস। সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। চকোলেট বিলি করেন শিশুদের মধ্যে। সেখানে চা-ও পান করেন তিনি। রাজভবনের উত্তর ফটকে কখনও এর আগে সাংবাদিক বৈঠক হয়। এদিন সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল বোস। কলকাতার রাজভবনের নাম সর্বপ্রথম লোকভবন করায় প্রশ্ন উঠছে, বাংলাই কি তাহলে পথ দেখাচ্ছে? রাজ্যপাল জানান, মানুষই পথ দেখাবেন।
Hindustan TV Bangla Bengali News Portal