Breaking News

মন্ত্রী শোভনদেবের বিরুদ্ধে হাইকোর্টে মামলা!তৃণমূলের অন্দরে কে পাশে, কে প্রতিপক্ষ, উঠছে প্রশ্ন

নিজস্ব সংবাদদাতা :-রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী এবং তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায় আবারও খবরের কেন্দ্রে। মন্ত্রী হয়েও সিইএসসি-তে তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি পদে থাকা নিয়ে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে।শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যের বর্ষীয়ান মন্ত্রী। কৃষি দফতর সামলানোর পাশাপাশি বিধানসভার ডেপুটি লিডারও। আবার তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। সেই শোভনদেব সিইএসসি-র তৃণমূলের শ্রমিক সংগঠনের দীর্ঘদিনের সভাপতি। তাঁর বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে।সিইএসসি-তে নতুন একটি শ্রমিক সংগঠন তৈরি হয়েছে। ওই সংগঠনের সদস্যরা একসময় তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্য ছিলেন। তাঁরাই শোভনদেবের বিরুদ্ধে মামলা করেছেন। তাঁরা প্রশ্ন তুলেছেন, রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হয়েও কেন সিইএসসি-তে শ্রমিক সংগঠনের সভাপতি পদে থাকবেন শোভনদেব। মামলাটি গৃহীত হয়েছে হাইকোর্টে। এদিন মামলার শুনানি রয়েছে।
শোভনদেবের তরফে এদিন তাঁর আইনজীবী হাইকোর্টে যান । শোভনদেবের আইনজীবীর দাবি, রাজ্যের মন্ত্রী দীর্ঘদিন ধরেই সিইএসসি-র কর্মী ইউনিয়নের সভাপতি পদে রয়েছেন। অতীতেও বহু মন্ত্রী ট্রেড ইউনিয়নের পদে থেকেছেন। সেক্ষেত্রে শোভনদেবের এই পদে থাকা নিয়ে প্রশ্ন ওঠার কোনও কারণ নেই বলে আইনজীবীর দাবি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *