প্রসেনজিৎ ধর, কলকাতা :- রবিবার ব্রিগেডের মঞ্চে ধুতি-পাঞ্জাবিতে ‘বাঙালিবাবু’ হয়েই এসেছিলেন মিঠুন চক্রবর্তী | আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিলেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী| নিজের ছবির কিছু বিখ্যাত সংলাপ দিয়েই উপস্থিত কর্মী-সমর্থকদের মনোরঞ্জন করার চেষ্টা করেন মিঠুন | তাঁর বক্তব্যে ‘মারব এখানে, লাশ পড়বে শ্মশানে’ যেমন জায়গা পেয়েছ, তেমন ‘এক ছোবলেই ছবি’ও জায়গা পেয়েছে | উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘সব হবে | এই দাদার উপর ভরসা রাখুন | আমি কোনওদিন মুখ ফিরিয়ে চলে যাব না |’
তবে তার সংক্ষিপ্ত বক্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটি কথাও বলেননি মহাগুরু | তিনি বলেন, ‘আজকের দিনটা আমার কাছে স্বপ্নের মতো | কানা গলি থেকে বর্তমানে আমি বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের জনপ্রিয় নেতা মোদীর মঞ্চে হাজির | এটা স্বপ্ন ছাড়া আর কী,আর সেদিন স্বপ্ন দেখেছিলাম গরীবদের সেবা করবো | সেটাও ক্রমশ বাস্তবায়িত হওয়ার পথে| মন থেকে স্বপ্ন দেখলে তা বাস্তবায়িত হয় | তার সবচেয়ে বড় উদাহরণ আমি। বাঙালি বলে আমি গর্বিত | মনে রাখবেন আমি পালিয়ে যাওয়ার জন্য আসিনি | বিশ্বাস রাখুন আমার উপর | আমি জলঢোড়াও নই, আমি বেলেবোড়াও নই, আমি জাত গোখরো, এক ছোবলেই ছবি, হ্যাঁ, এবার বাংলায় এটাই হবে |’মিঠুন যখন বলছেন তখনও মঞ্চে উপস্থিত হননি মোদী। পরে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আজ এখানে বাংলার ছেলে মিঠুন চক্রবর্তী আছেন | ওঁর জীবনকাহিনি, সংঘর্ষ এবং সাফল্য চমকপ্রদ|’ ব্রিগেড মঞ্চ থেকে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী সোজা ভাষায় সাফ বলেন, “বাংলায় যাঁরা থাকে, তাঁরা সবাই বাঙালি |” বিজেপির বিরুদ্ধে যেখানে বার বারই ‘বহিরাগত’ ইস্যুতে আক্রমণ শানিয়েছে শাসকদল তৃণমূল থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলি, সেখানে মিঠুনের এই বক্তব্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ | রাজনৈতিক মহলের মতে, একুশের নির্বাচনে মিঠুনের ক্যারিশমাকেই কাজে লাগাতে চাইছে বঙ্গ বিজেপি |