দেবরীনা মণ্ডল সাহা :- কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যখন হাইভোল্টেজ সভায় মোদী, তখন অন্যদিকে, জ্বালানি পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায় | শিলিগুড়িতে পদযাত্রা শেষে জনসভা করেন তিনি মুখ্যমন্ত্রী |
দুই মহারথীর সভায় রবিবাসরীয় রাজনীতির পারদ দেখল রাজ্যবাসী | এদিন শিলিগুড়ির সভা থেকে মোদিকে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন এলপিজি গ্যাসের দাম ৯০০ টাকা মতো হয়েছে? জবাব দিন কেন গ্যাসের দাম পেট্রোলের দাম বাড়ছে? বাংলা সরকার বিনা পয়সায় চাল দেয়, আর ফোটাতে গেলে ৯০০ টাকা | ৯০০ টাকা গ্যাস কিনে ফোটাতে হয় | বাংলায় তৃণমূল কংগ্রেস থাকবে | পরিবর্তন দিল্লিতে হবে|’ মমতা আরও বলেন,দেশে একটাই সিন্ডিকেট চলে | মোদী-শাহ সিন্ডিকেট | দেশের সবচেয়ে বড় তোলাবাজ মোদী|”মোদিকে কটাক্ষ করে মমতা আরও বলেন,’প্রধানমন্ত্রী চেয়ারটাকে তো সম্মান করুন | এত মিথ্যা কথা বলেন। একটা প্রধানমন্ত্রীর চেয়ারে থেকে মিথ্যা কথা বলে না | আমি বলছি খেলা হবে | ওয়ান টু ওয়ান খেল’ | মুখ্যমন্ত্রী আরও আক্রমণ শনিয়ে বলেন,’নির্বাচনের আগে উজ্জ্বলা, আর নির্বাচনের পরে জুমলা’| মমতা মোদিকে আরও কটাক্ষের সুরে বলেন,’সব কিছু বেঁচে দিচ্ছেন। | বাকি কী আছে? শুধু ভারতের নামটা বদলে দিতে চান, আপনার নামে? লজ্জা লাগে, সর্দার বল্লভ ভাই প্যাটেলের নামে যে স্টেডিয়াম ছিল, তা আপনার নামে হয়ে গেল | কোভিড ইঞ্জেকশনের মধ্যেও মোদীর মুখ লাগিয়ে দিয়েছে|’ রবিবার শিলিগুড়ির রাস্তায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গেল মিমি-নুসরতকেও |গ্যাস সিলিন্ডার আঁকা ফেস্টুন গলায় ঝুলিয়ে রাস্তায় হাঁটেন তাঁরা |
তাঁদের পিছনে কয়েকশো কর্মী সমর্থকদের ভিড় | এদিন দার্জিলিং মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত মিছিল হয় |