Breaking News

৩ দিন নিখোঁজ থাকার পর সিউড়ির পুকুরে যুবকের দেহ!তদন্তে নেমে পুলিশের জালে ১

প্রসেনজিৎ ধর :-তিন দিন ধরে নিখোঁজ থাকা যুবকের দেহ উদ্ধার হলো ঝোপ-জঙ্গলে ঘেরা পুকুর থেকে। এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বীরভূম জেলার সিউড়ির কড়িধ্যা এলাকার ঘটনা।পুলিশের জালে অভিযুক্ত। তাঁর কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবার ও পরিজনেরা।জানা গিয়েছে, মৃত যুবকের নাম বিক্রম অঙ্কুর। পরিবার সূত্রে খবর, বুধবার বিকেলে বাড়ি থেকে বের হন বিক্রম। এরপর আর ফেরেননি তিনি। বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও কোনও লাভ হয়নি। বৃহস্পতিবার থানায় মিসিং ডায়েরি করে পরিবার। জানান, যুবকের বাইকেরও হদিশ নেই। এরপর শুরু হয় তদন্ত। তাতেই গ্রামেরই বাসিন্দা মনোজিৎ হাজরার কাছ থেকে বাইকটি উদ্ধার করে পুলিশ। এরপরই তাঁকে চেপে ধরে পুলিশ। টানা জেরায় মনোজিতের কাছে মেলে বিক্রমের মোবাইল ফোনও।এরপরই প্রকাশ্যে আসে আসল তথ্য। পুলিশের দাবি, জেরায় নিজের অপরাধ স্বীকার করে নেয় ধৃত মনোজিৎ। সে জানায়, ঘটনার দিন নেশাগ্রস্ত ছিল দু’জনই। তখনই বিক্রমের সঙ্গে বচসায় জড়ায় সে। জানা যাচ্ছে, তর্কাতর্কির মাঝেই বিক্রমকে পুকুরে ফেলে দেয় মনোজিৎ। ধৃতের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এলাকার এক পুকুরে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয়েছে যুবকের দেহ। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা।বিক্রমের বাবা নিশাপতি অঙ্কুরের অভিযোগ, তাঁর ছেলেকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে।
তবে ঠিক কী কারণে এমন ঘটনা তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখছে সিউড়ি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে , অভিযুক্ত মনোজিৎকে জিজ্ঞাসাবাদ করেই দেহ উদ্ধার করা হয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।দেহ উদ্ধারের পর মনোজিৎকে দেখে ক্ষোভ উগড়ে দেয় স্থানীয় মানুষ । এমন কী তার উপর চড়াও হন বাসিন্দারা। তবে স্থানীয় মানুষদের সরিয়ে দিয়ে আটক হওয়া যুবককে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *