Breaking News

SIR নিয়ে সিইও দফতরে নালিশ জানাতে শুভেন্দুরা!দফতরের সামনে তুমুল বিক্ষোভ তৃণমূলপন্থী BLO-দের, উঠল ‘গো ব্যাক’ স্লোগানও

প্রসেনজিৎ ধর, কলকাতা :-দফায় দফায় উত্তেজনা কলকাতায় রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-র দফতরে। এসআইআর নিয়ে নালিশ জানাতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ‘গো ব্যাক’ স্লোগান ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’র সদস্যদের। পালটা স্লোগান দেন বিজেপি নেতাকর্মীরা, যা নিয়ে দুপক্ষের মধ্যে একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের বিশাল বাহিনী। কোনও রকমে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।সোমবার ‘তৃণমূলপন্থী’ বিএলও-দের একাংশ স্মারকলিপি জমা দিতে যান CEO দফতরে। আর তখনই পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী CEO দফতরে যান বিজেপি বিধায়করা। চলতে থাকে স্লোগান। পাল্টা স্লোগান। প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বে আরও তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে সাক্ষাৎ-স্মারকলিপি পেশের পর দ্বিতীয় ফেজে আরও তপ্ত হয়ে পরিস্থিতি। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতাকে ঘিরে স্লোগান দিতে থাকেন বিএলও-রা। পাল্টা বিএলও-দের উদ্দেশে হাত উঁচিয়ে চোর চোর স্লোগান দিতে থাকেন। এক বেনজির দৃশ্য ধরা পড়ে CEO দফতরের সামনে।শুধু তাই নয়, ব্যারিকেড ভাঙার চেষ্টাও করেন বিক্ষোভকারীরা। যা নিয়ে একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।এর মধ্যেই কোনওরকমে সিইও দপ্তরের ভিতরে প্রবেশ করেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির প্রতিনিধিদল। শুরু হয় বৈঠক। সেই বৈঠকে ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দেন বিরোধী দলনেতা। প্রশ্ন তোলেন সিইও দপ্তরের নিরাপত্তা নিয়েও। শুভেন্দু অধিকারী বলেন, বর্তমান পরিস্থিতিতে সিইও দপ্তর যে নিরাপদ নয় তা ঘটনায় স্পষ্ট। বর্তমান জায়গা থেকে নিরাপদ স্থানে সিইও দপ্তর সরানোর কথাও বলেন তিনি। একইসঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে মোতায়েনের আবেদনও জানান বিরোধী দলনেতা।একদিকে তাঁরা যখন সিইও দপ্তরে বৈঠক করছেন, অন্য দিকে সিইও দফতরের বাইরে বিক্ষোভ ক্রমশ বাড়তে থাকে।নতুন করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সতর্ক ছিল কলকাতা পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *