নিজস্ব সংবাদদাতা,কলকাতা :-এবার সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্য়োপাধ্যায়। দিলেন, আদালতে যাওয়ার হুমকিও। সম্প্রতি তাঁর তৈরি একটি ১০ সদস্যের প্রতিনিধি দল দিল্লিতে গিয়ে বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে। সেই বৈঠকে তৃণমূলের তরফে মোট পাঁচটি প্রশ্ন করা হয়। কিন্তু কোনওটারই কমিশন ‘সদুত্তর দেয়নি’ বলেই দাবি অভিষেকের।ডায়মন্ডহারবার থেকে অভিষেক বলেন, ২০২৬ সালে একুশের থেকেও বড় ব্যবধানে জিতবে তৃণমূল ৷ আর তা না-হলে বিজেপি যা শাস্তি দেবে, তা মাথা পেতে নেবেন তিনি ৷সোমবার ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের মহেশতলা থেকে ‘সেবাশ্রয়-2’ কর্মসূচির উদ্বোধন করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ উদ্বোধনী মঞ্চ থেকে বিজেপি নেতৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক বলেন, “আমি এক মাস আগে চ্যালেঞ্জ করেছি, বিজেপি নেতারা গ্রহণ করছেন না কেন ? আপনারা চ্যালেঞ্জ গ্রহণ করুন ৷ তৃণমূলের যদি আসন সংখ্যা না-বাড়ে, আপনারা যা শাস্তি দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মেনে নেবে ৷”তিনি বলেন, “বিজেপি নেতারা দাবি করছেন এসআইআর হলে তৃণমূলকে আর দেখা যাবে না ৷ কিন্তু বাস্তবতা হল, এসআইআর বা এনআরসি যাই করা হোক, মানুষের সমর্থন মমতার দিকেই থাকবে ৷”তবে, চ্যালেঞ্জের পাশাপাশি একটি কঠিন শর্তও জুড়ে দিয়েছেন তৃণমূল সাংসদ ৷ তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন, যদি 2026-এর নির্বাচনে তৃণমূলের আসন সংখ্যা এবং প্রাপ্ত ভোটের শতাংশ বাড়ে, তবে বিজেপিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ৷ অভিষেক বলেন, “তৃণমূলের যদি আসন সংখ্যা বাড়ে, আমরা কোনও শাস্তি দেব না ৷ মাথা নিচু করে 10 কোটি বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে 2 লক্ষ কোটি টাকা, যেটা বাংলার অধিকার-প্রাপ্য, সেটা সাতদিনে বিজেপি নেতাদের ছাড়তে হবে ৷ চ্যালেঞ্জ গ্রহণ করুন ৷”
Hindustan TV Bangla Bengali News Portal