দেবরীনা মণ্ডল সাহা :- রবিবার ভরা ব্রিগেড দেখে ভাষণের শুরুতেই উচ্ছ্বাস প্রকাশ করেন মোদি বলেন, ‘মনে হচ্ছে যেন ২রা মে এসে গিয়েছে |’ একই সঙ্গে তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানকে তুলে ধরে প্রধানমন্ত্রীর সাফ হুঁশিয়ারি, ‘বাংলায় এবার তৃণমূলের খেলা শেষ হবে |’ এদিন তৃণমূলকে নিশানা করে মোদি বলেন, ‘রাজ্যবাসী সোনার বাংলা চায় | প্রগতিশীল বাংলা, উন্নয়নের বাংলা চায় | আপনারা দিদি-র হাতে বাংলার দায়িত্ব দিয়েছিলেন | কিন্তু সেই বিশ্বাস ভঙ্গ হয়েছে। কিন্তু এখন বাঙালি কোমর বেঁধেছে | এবার আসল পরিবর্তন হবেই|’ এদিন মোদীর মুখেও পশ্চিমবঙ্গের ‘আসল পরিবর্তন’-এর প্রতিশ্রুতি শোনা যায় | এমনকী কী সেই ‘আসল পরিবর্তন’ তারও ব্যাখ্যা দিয়ে মোদি বলেন, ‘আসলপরিবর্তনের মন্ত্রই বিজেপি সরকারের ভিত্তি হবে | আসল পরিবর্তনের অর্থ যেখানে যুবকরা রোজগার পাবেন | যেখানে বাণিজ্য হবে, বিনিয়োগ হবে, অত্যাধুনিক পরিকাঠামো থাকবে | যেখানে গরীবও এগিয়ে যাওযার সুযোগ পাবেন | যেখানে প্রতিটি অঞ্চল ও বর্গের উন্নয়ন | উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, গরীব থেকে আদিবাসী, সবার ওপরে সমান নজর দেওয়া হবে | সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস হবে|উন্নয়ন সবার হবে, তুষ্টিকরণ নয় | যেখানে অনুপ্রবেশ বন্ধ করা হবে|’বিজেপি ক্ষমতায় এলে বাংলা বাংলার উন্নয়নে নতুন সংকল্পের প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আগামী ২৫ বছর খুব গুরুত্বপূর্ণ | তার প্রধম ধাপ এই বিধানসভা নির্বাচন | আগামী ৫ বছর আগামী ২৫ বছরের উন্নয়ের ভিত্তি তৈরি করবে | এটা বাংলাকে উন্নয়নের নতুন শিখরে পৌঁছানোর ভোট | স্বাধীনতার ১০০ বছরে অর্থাৎ ২০৪৭ সালে বাংলা সারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অবস্থায় চলে আসবে |’ ব্রিগেডের সভা থেকে বাম-কংগ্রেস জোটকেও কটাক্ষ করেন মোদী |