Breaking News

পর্যটকদের জন্য বিরাট দুঃসংবাদ! বড়দিনের আগেই বন্ধ হয়ে গেল দার্জিলিংয়ের গ্লেনারিজ রেস্তোরাঁর পানশালা, ‘নিয়ম না মানায়’ পড়ল তালা

প্রসেনজিৎ ধর :- বেনিয়মের অভিযোগে আগামী তিন মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে দার্জিলিঙের ঐতিহ্যবাহী রেস্তোরাঁ ‘গ্লেনারিজ়’-এর পানশালা। তবে খোলা রয়েছে রেস্তরাঁ।গোর্খাল্যান্ড নামে সেতু উদ্বোধন হতেই গ্লেনারিজ বারে তালা। ৩ মাসের জন্য বন্ধের আবগারি দফতরের নোটিস। দার্জিলিঙয়ে বন্ধ হয়ে গেল ঐতিহাসিক গ্লেনারিজ। আইন লঙ্ঘনের অভিযোগে ৯০ দিনের জন্য গ্লেনারিজ বার সিল করল আবাগারি দফতর। একাধিক অভিযোগ আনা হয়েছে গ্লেনারিজ-এর বিরুদ্ধে। পর্যটকে ভরা দার্জিলিং-এ, ব্যবসার ভরপুর সময়ে, এভাবে বারে তালা ঝুলিয়ে দেওয়াকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই দাবি করেছেন মালিক অজয় এডওয়ার্ড। পুলিশের দাবি, আবগারি আইন অমান্য করা হয়েছে। তাই আপাতত তিন মাস তালা – বন্ধ থাকবে এই বারের। বলার অপেক্ষা রাখে না বড়দিন এবং নতুন ইংরেজি নববর্ষের আগে এটা বড় ধাক্কা। শোনা যাচ্ছে, পুলিশের অভিযোগ, গ্লেনারিজে যে নিয়ম করে গানের আসর বসত, তার জন্য অনুমতি নেওয়া ছিল না, মানা হয়নি আবগারি দফতরের নিয়মও। গ্লেনারিজের কর্ণধার অজয় এডওয়ার্ডস, যিনি ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্টের প্রতিষ্ঠাতা ও অন্যতম মুখ। সম্প্রতি তাঁর সমর্থনে তৈরি হওয়া দার্জিলিংয়ের একটি সেতুর উদ্বোধন করে সেটির নাম রাখা হয় “গোর্খাল্যান্ড”। এর ঠিক পরদিন, সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসনের আধিকারিকরা গ্লেনারিজে হানা দেন। কর্মকর্তারা জানান, অনিয়মের বিষয়গুলি প্রথম নভেম্বর মাসেই চিহ্নিত হয়েছিল। ভরা মরশুমে এভাবে জনপ্রিয় নাইট ক্লাব বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবে মন খারাপ পর্যটকদের ।তিন মাসের বন্ধের নির্দেশের পর অজয় এডওয়ার্ডস এবং তাঁর পরিবারের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও প্রশাসনের দাবি, সিদ্ধান্ত সম্পূর্ণ আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হয়েছে। কোনওভাবেই এর সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *