দেবরীনা মণ্ডল সাহা:-স্কুল শেষ হওয়ার পর চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল স্কুলের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে | ওই কর্মীর নাম ট্যুরে সাধু | ঘটনার কথা জানাজানি হতেই পড়ুয়াদের অভিভাবক এবং স্থানীয়রা এসে স্কুলে ভাঙচুর চালায় বলেও অভিযোগ | অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় ও স্কুলের পড়ুয়ারা | ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বনগাঁ থানার গাড়াপোতা বাজার এলাকায় গাড়াপোতা গার্লস হাইস্কুলে |বুধবার সকালে নির্যাতিতার বাবা-মা, অন্যান্য পড়ুয়াদের অভিভাবক ও স্থানীয়রা চড়াও হন স্কুলে। বেধড়ক মারধর করা হয় অভিযুক্তকে। ভাঙচুর চলে স্কুলেও। বনগাঁ বাগদা সড়কে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। তাঁদের সামনেও চলে বিক্ষোভ-স্কুল ভাঙচুর। অভিযুক্তকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হন পুলিশ কর্মীরা। দীর্ঘক্ষণ পর আয়ত্তে আসে পরিস্থিতি। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবকরা। পুলিশ জানিয়েছে, অভিযোগ দায়ের হয়েছে। সেই মতো তদন্ত শুরু করা হচ্ছে। অভিযুক্ত দোষী প্রমাণ হলে শাস্তি হবে।
Hindustan TV Bangla Bengali News Portal