Breaking News

‘মা’ ক্যান্টিনে আকস্মিক পরিদর্শনে মুখ্যমন্ত্রী, খোঁজ নিয়ে নিজে খাবার তুলে দিলেন সাধারণ মানুষদের হাতে!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সাধারণ মানুষের জন্য পরিচালিত রাজ্য সরকারের সুলভ আহার প্রকল্প ‘মা’ ক্যান্টিন পরিদর্শনে হঠাৎ হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতার একটি মা ক্যান্টিনে তাঁর এই আকস্মিক উপস্থিতি ঘিরে তৈরি হয় ব্যাপক চাঞ্চল্য। সেখানে উপস্থিত ক্ষুধার্ত মানুষের হাতে মুখ্যমন্ত্রী নিজ হাতে তুলে দেন অন্ন।এদিন প্রশাসনিক ব্যস্ততার মাঝেই হঠাৎ করে ক্যান্টিনে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী। সেখানে তখন সাধারণ মানুষের ভিড় ছিল। তিনি সরাসরি ক্যান্টিনের পরিকাঠামো খতিয়ে দেখেন এবং খাবারের গুণমান নিয়ে কর্মীদের সঙ্গে কথা বলেন। শুধু পরিদর্শনই নয়, লাইনে দাঁড়ানো অভুক্ত মানুষের পাতে নিজের হাতে খাবার পরিবেশন করেন তিনি। মুখ্যমন্ত্রীকে এত কাছে পেয়ে ক্যান্টিনে আসা সাধারণ মানুষ ও শ্রমজীবী মানুষেরা তাঁদের উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।এই ঘটনার কথা সমাজ মাধ্যমে পোস্ট করা হয়েছে তৃণমূলের তরফে। সেখানে লেখা হয়েছে, “মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই মানুষের মুখ্যমন্ত্রী, মানুষের সুখ-দুঃখের সাথী। গরিব মানুষের মুখে অন্ন তুলে দিতে তিনি চালু করেছিলেন ‘মা ক্যান্টিন’। আজ হঠাৎই কলকাতার এক মা ক্যান্টিনে হাজির হলেন তিনি, নিজের হাতে ক্ষুধার্ত মানুষের হাতে তুলে দিলেন অন্ন। তাঁকে কাছে পেয়ে দারুণ খুশি আগত মানুষজন, প্রাণ ভরে আশীর্বাদ করলেন অশীতিপর বৃদ্ধ-বৃদ্ধারা।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *