নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- প্রেমিকাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন,ঝাঁপ দিল প্রেমিক।ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে, পোস্তা থানার অন্তর্গত ৯ নম্বর শিব ঠাকুর লেনে। পুলিস সূত্রে খবর,আজ সকাল দুপুর ১২ টা নাগাদ, ভিকি শর্মা নামে বছর ৪০ এক ব্যক্তি ছুরি দিয়ে কোপায় তার প্রেমিকা শিখা সিঙকে। এরপর নিজে ঝাঁপ দিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর।আক্রান্ত তরুণী হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পোস্তা থানা এলাকার শিবঠাকুর লেনে।জানা গিয়েছে, পোস্তা থানা এলাকা শিবঠাকুর লেনের বাসিন্দা শিখা সিংহ। স্বামী দীপু সিংহের মৃত্যু হয়েছে বছর দুয়েক আগে। বর্তমানে ২ সন্তানকে নিয়ে তাঁর সংসার। স্বামী বেঁচে থাকতেই জগমোহন মল্লিক লেনের বাসিন্দা তথা অভিযুক্ত রাজেন্দ্র শর্মার সঙ্গে পরিচয় হয় শিখার। দীপুর মৃত্যুর পর শিখার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে রাজেন্দ্রর। প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। সূত্রের খবর, একটা সময়ের পর বিয়ের জন্য চাপ দিতে শুরু করেন শিখা। এদিকে উপার্জন না থাকায় বিয়েতে রাজি ছিলেন না রাজেন্দ্র। স্থানীয় সূত্রের খবর, মাঝে মাঝেই শিখা ও ভিকির মধ্যে ঝামেলা হত। বাড়ির সামনে এসে গালিগালাজ করত। স্থানীয় মানুষজন এর প্রতিবাদও করে। এরপর আজ দুপুর বারোটা থেকে দুজনের মধ্যে বচসা তৈরি হয়। তখনই ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় শিখাকে | খবর পেয়ে ঘটনাস্থলে আসে পোস্তা থানার পুলিস, জখম শিখাকে উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। স্থানীয়দের দাবি, হঠাত্ই পড়ে যেতে দেখে এক ব্যক্তিকে। পরে জানতে পারেন ভিকি ছুরি মেরে ঝাঁপ দেয়। ভিকির মৃত্যু হলেও শিখা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি |
Hindustan TV Bangla Bengali News Portal