দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-ভোটার তালিকা সংশোধনের কাজে বুথ লেভেল এজেন্টদের (বিএলএ) ভূমিকা আরও শক্তিশালী করতে বড়সড় সাংগঠনিক পদক্ষেপ করতে চলেছে তৃণমূল। দলীয় সূত্রে খবর, আগামী সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলএ-দের নিয়ে এক গুরুত্বপূর্ণ সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠক থেকেই ভোটার তালিকা সংক্রান্ত একাধিক দিকনির্দেশ দিতে পারেন তিনি। খসড়া তালিকা প্রকাশের পরই নিজের কেন্দ্র নিয়ে এক দফা বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। কালীঘাটে তৃণমূল নেত্রী নিজের বাড়িতেই সেই বৈঠকে ডেকেছিলেন ভবানীপুরের বিএলএ এবং নিজের কেন্দ্রের পুর এলাকার কাউন্সিলরদের। ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সিও। সেখানেও বৈধ কোনও ভোটারের নাম বাদ গেল কি না তা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে বলেছেন মুখ্যমন্ত্রী।বৈঠকের মূল এজেন্ডা ছিল, খসড়া ভোটার তালিকায় বাদ দেওয়া নামগুলোর কারণ খুঁজে বের করা। বিশেষভাবে, কোনও বৈধ ভোটারের নাম ভুলবশত বাদ পড়েছে কি না, তা যাচাই করা। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যে কোনো ভুল হলে তা দ্রুত সংশোধন করতে হবে। এছাড়াও, নির্বাচনী প্রচারের ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয়, সেই বিষয়ে বুথে বুথে ঘুরে খোঁজ নিতে বলা হয়েছে। এরপরই দ্রুত নেতাজি ইন্ডোরে সভা আয়োজনের প্রস্তুতি শুরু হয়।এতে শুধুমাত্র ভবানীপুর নয়, কলকাতা, হাওড়া, হুগলি এবং সংলগ্ন জেলাগুলির সব বুথ লেভেল এজেন্ট ও দলের গুরুত্বপূর্ণ নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন। বৈঠকে খসড়া ভোটার তালিকার প্রভাব, নাম বাদ পড়ার কারণ এবং আগামী নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বুথ স্তরে তথ্য সংগ্রহ, ভোটারদের সহযোগিতা এবং নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় তিনটি বিষয়কে সামনে রেখেই কর্মপদ্ধতি ঠিক করে দিতে পারেন মমতা।
Hindustan TV Bangla Bengali News Portal