প্রসেনজিৎ ধর, কলকাতা :- মেসির কলকাতা সফরের দিন যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনার তদন্ত আরও জোরালো হল। ঘটনার কিনারা করতে গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট) আরও বড় করা হল। দক্ষিণবঙ্গের ডিজি সুপ্রতিম সরকার, আইপিএস পীযূষ পাণ্ডে, কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা ও এডিজি জাভেদ শামিমকে নিয়ে সিট গঠনের পর, ওই টিমে আরও আট জন পুলিশ আধিকারিককে যুক্ত করা হয়েছে। সূত্রের খবর, প্রয়োজনে তদন্তকারী দলে সদস্যসংখ্যা আরও বাড়ানো হতে পারে।অন্য দিকে, বুধবার যুবভারতীতে গিয়েছে ফরেন্সিক দলও। ঘটনাস্থল থেকে বেশ কিছু জলের বোতল, ভাঙা কাঁচের টুকরো, ভাঙা চেয়ারের অংশ এবং যেখানে আগুন লাগানো হয়েছিল সেখানে সোফার কিছু অংশ কাপড় সংগ্রহ করেছে ফরেনসিক টিম। সমগ্র মাঠের থ্রি ডি স্ক্যানিংও করেন ফরেনসিক সদস্যরা।এরপর সব নমুনা খতিয়ে দেখা হবে।এর আগে যুবভারতীকাণ্ডে তদন্ত কমিটি গড়েছিলেন মুখ্যমন্ত্রী। কমিটিতে ছিলেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব প্রমুখ। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বাধীন সেই কমিটি সোমবার রাতে প্রাথমিক রিপোর্ট পেশ করে। কমিটির সদস্যদের মতে, মেসির কলকাতা সফরের বিষয়টি দেখাশোনার দায়িত্বে ছিল পুলিশ ও ক্রীড়া দফতর। তাঁরা দায়িত্ব এড়াতে পারেন না। মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া তদন্ত কমিটির তরফে সংশ্লিষ্ট কর্তাদের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়। ২৪ ঘণ্টার মধ্যে এ নিয়ে রিপোর্ট জমা দেওয়ার কথা দুই দফতরের।উল্লেখ্য, গত শনিবার যুবভারতী স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। কিন্তু নিরাপত্তাজনিত কারণে মাত্র ২৩ মিনিটের মধ্যেই মাঠ ছাড়তে হয় তাঁকে। অভিযোগ, রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের ভিড়ের জেরে সাধারণ দর্শকরা মেসিকে ঠিকমতো দেখতেই পাননি। ফলে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে এসেও খালি হাতে ফিরতে হয় বহু মানুষকে।
Hindustan TV Bangla Bengali News Portal