Breaking News

মমতার বিজনেস কনক্লেভের মঞ্চে শোনা গেল ‘মেক ইন বেঙ্গলের’ কথা!বাণিজ্য সম্মেলনে কেন্দ্রকে নিশানা মমতার

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ধনধান্য স্টেডিয়ামে মহাসমারোহে হয়ে গেল বিজনেস কনক্লেভ। বসল শিল্পপতিদের চাঁদের হাট। সেখানেই বাংলার শিল্প সম্ভাবনার কথা তুলে ধরলেন হর্ষ নেওটিয়া, সঞ্জীব পুরি, সঞ্জীব গোয়েঙ্কারা। একইসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাতেও পঞ্চমুখ প্রত্যেকেই । মঞ্চে উঠেই গত ১৫ বছর ধরে কোন রাস্তায় রাজ্য বিনিয়োগ করে চলেছেন সেই খতিয়ান তুলে ধরেন আরপিএসজি গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা। মঞ্চে উঠেই বলেন, “গত ১৫ বছরে ২৬৫০০ কোটি টাকা আমরা বিনিয়োগ করেছি। এটা সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রীর জন‍্য।” এরপরই বড় ঘোষণা করে বলেন, “আমি আরও বিনিয়োগ করব। ৫০০০ মেগাওয়াট ব‍্যাটারি স্টোরেজ ১২০০০ কোটি টাকার প্রকল্প যা দেশের প্রথম হতে চলেছে যেটি এ রাজ্যে আমরা করতে চলেছি। আমরা আবেদন করেছি। পাশাপাশি উন্নত মানের হাসপাতাল করতে চলেছি। ২০২৭ সালের জানুয়ারিতে ১৫৮০০ কোটি টাকার প্রকল্প শুরু করব।”
বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে বাণিজ্য সম্মেলনে দাঁড়িয়ে রাজ্যের শিল্প-সাফল্যের খতিয়ান তুলে ধরে সে প্রমাণ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | তবে তাঁর অভিযোগ, ব্যবসায়ীদের বাধা দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র সরকার। সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় এজেন্সিকে হাতিয়ার করে ব্যবসায়ীদের ভয় দেখানো হচ্ছে বলেই অভিযোগ মমতার।অন্যদিকে রাজ্যে কীভাবে নতুন শিল্পের সম্ভাবনা তৈরি হচ্ছে তা তুলে ধরতে দেখা যায় অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়াকে। একইসঙ্গে মমতার প্রশংসা শোনা যায় তাঁর মুখেও। বলেন, সাঁকরাইল এবং ফারাক্কাতে দু’টি ইউনিট তৈরি হয়েছে। কলকাতাতে হেড কোয়ার্টার তৈরি করা গিয়েছে। ৭০ শতাংশ বিনিয়োগ এই রাজ‍্যে। এরপরই হোটেল-হাসপাতাল নিয়ে বলতে গিয়ে বলেন, “৭ টি হোটেল তাজ গ্রুপের সঙ্গে চলছে। আরও ১০ টা করতে চলেছি এ রাজ্যে। একটি হাসপাতাল দিয়ে শুরু করেছিলাম। এখন ৩টি। আরও ৩টি হাসপাতাল তৈরি করতে চলেছি দুর্গাপুর, তারাতলা এবং নিউ টাউনে। সার্বিক উন্নয় হচ্ছে গোটা রাজ্যে। আমাদের মুখ‍্যমন্ত্রী সেটাই করে চলেছেন।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *