দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অভিজ্ঞতার নিরিখের ১০ নম্বর এবং শুন্যপদ বাতিল থেকে শুরু করে অরিজিনাল ওএমআর প্রকাশের দাবি উঠে এল এসএসসি চাকরিপ্রার্থীদের মিছিলে। হাতে চপ-মুড়ির ঠোঙা, রয়েছে চায়ের কেটলিও। কারণ তাঁদের প্রাপ্য এবং হকের চাকরি বিক্রি হয়ে গিয়েছে। রাজনৈতিক ও সামাজিক প্রতিবাদের এই প্রতীকী চিহ্ন নিয়ে পথে নেমেছেন তাঁরা।২০১৬ সালের প্যানেল বাতিলের পর, নতুন করে নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তারপর নিয়োগের নিয়মে কিছু পরিবর্তন করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি জানায়, অভিজ্ঞতার নিরিখে অতিরিক্ত ১০ নম্বর দেওয়া হবে। তবে পরীক্ষায় বসেন, নতুন ও চাকরিহারা যোগ্য শিক্ষকরাও। ফল প্রকাশের পর সেই নম্বরের ভিত্তিতে ডাক পেতে শুরু করেন চাকরিপ্রার্থীরা। তবে নতুন চাকরিপ্রার্থীদের অভিযোগ, ১০ নম্বর অতিরিক্ত পাওয়ার ফলে অভিজ্ঞ চাকরিপ্রার্থীরা ইন্টারভিউতে ডাক পাচ্ছেন। তাঁরা পাচ্ছেন না।এই পরিস্থিতিতে কমিশনের শূন্যপদ বৃদ্ধির দাবিতে পথে নামেন নতুন চাকরিপ্রার্থীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে আন্দোলনের একাংশে দেখা যায় চা, চপ ও মুড়ি। মিছিলের মধ্যেই কেউ কেউ কেটলি, চা ও চপ-মুড়ি নিয়ে শামিল হন, প্রতীকী প্রতিবাদের ভাষা হিসেবেই |
Hindustan TV Bangla Bengali News Portal