নিজস্ব সংবাদদাতা :- অপারেশন শেষে প্রসূতির পেটে গজ রেখেই সেলাই। এবার আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগ স্বামী ও বাবার।সূত্রের খবর, হুগলির খানাকুলের বাসিন্দা পিযুষ পাকিড়া ও তার স্ত্রী রমা পাকিড়া। অভিযোগ, সাতটা মাস ধরে পেটের অসহ্য যন্ত্রণা নিয়ে জেলা থেকে কলকাতা একাধিক জায়গায় ছুটে বেড়িয়ে চিকিৎসা করান, কিন্তু কোনও ফল হয়নি। পরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে জানতে পারা যায়, আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে সাত মাস আগে ভর্তি হয়ে সন্তানের জন্ম দিয়ে লাইগেশন করানোর সময় হাসপাতালের মধ্যেই চিকিৎসক রোগীর পেটে আস্ত একটি গজ ভরে রেখে সেলাই করে দিয়েছেন। তারপর থেকেই পেটে অসহ্য যন্ত্রণা হতে থাকে।মৃত গৃহবধূর স্বামীর অভিযোগ, স্ত্রীর পেটের যন্ত্রণা বৃদ্ধি হতেই কলকাতা বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে বেশ কিছু পরীক্ষার পর দেখা যায় পেটের মধ্যে গজ কাপড় ভরে রাখা আছে। ভর্তি করা হয় অপারেশন করার জন্য। কিন্তু বাঁচানো যায়নি। মৃত গৃহবধূর স্বামী পীযুষ পাকিড়ার অভিযোগ, “স্ত্রীর পেটের যন্ত্রণা বৃদ্ধি হতেই কলকাতা বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে জানতে পারি পেটে গজ কাপড় ভরে রাখা আছে। অপারেশনের জন্য ভর্তিও করা হয়। কিন্তু বাঁচানো যায়নি।” আরামবাগ হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগে সরব হয়েছেন তিনি। চিকিৎসকের কঠোর শাস্তি দাবি জানিয়েছে পরিবার।
Hindustan TV Bangla Bengali News Portal