দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-দু’দিনের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বছরের শেষে বঙ্গে আসছেন বিজেপির এই শীর্ষ নেতা। তবে কোনও সভা নয়, শাহ রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে খবর। বাংলায় সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার নদিয়ার তাহেরপুরে তিনি সভা করবেন। বিজেপির সেই সভার জন্য তাহেরপুরকে গেরুয়া পতাকা দিয়ে মুড়ে ফেলা হয়েছে। একইসঙ্গে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এদিন সকাল থেকে দেখা গেল, পুলিশ কুকুর নিয়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে|বিজেপি সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের আগে দলের রণনীতি, বুথ লেভেলে সাংগঠনিক শক্তি, কোন কোন ইস্যুকে কেন্দ্র করে বিজেপি লড়াইয়ে নামবে, মূলত তা নিয়েই বৈঠক করবেন বিজেপির এই শীর্ষ নেতা। কবে আসবেন অমিত শাহ? সূত্র মারফত খবর, সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষে ২৯-৩০ তারিখ বাংলায় আসবেন তিনি।নরেন্দ্র মোদীর সফর শেষের এক সপ্তাহের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বঙ্গ অভিযানকে যথেষ্টই ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল |
Hindustan TV Bangla Bengali News Portal