নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- প্রাথমিকে আইনি জট কিছুটা কাটলেও উচ্চ প্রাথমিকে অস্বস্তি বাড়ল রাজ্য সরকারের। উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিভাগে নিয়োগের জন্য তৈরি করা ১৬০০টি ‘সুপারনিউমেরিক’ বা অতিরিক্ত শূন্যপদ বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট| উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদ মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে চাকরি প্রার্থীরা। মামলা দায়ের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। রাজ্যের তৈরি অতিরিক্ত ১৬০০ শূন্যপদ বাতিল করে কলকাতা হাইকোর্ট। ২০২২ সালে তৈরি করা অতিরিক্ত শূন্যপদ বাতিল করে আদালত। কর্মশিক্ষা এবং শারীরশিক্ষার অতিরিক্ত ১৬০০ শূন্যপদ বাতিল করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।দুর্নীতির অভিযোগে আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের হয়। দীর্ঘ সময় ধরে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানি শেষে রাজ্যের তৈরি উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদ বাতিলের নির্দেশ দেন বিচারপতি বসু। শুধু তাই নয়, ওই পদে কোনও নিয়োগ করা যাবে না বলেও নির্দেশ আদালতের।সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করেই এদিন ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন প্যানেলে থাকা বেশ কয়েকজন চাকরিপ্রার্থী।
Hindustan TV Bangla Bengali News Portal