Breaking News

কথা রাখলেন মুখ্যমন্ত্রী ! রাজ্যের প্রস্তাবে সিলমোহর রাজ্যপালের, ১০০ দিনের কাজের ‘কর্মশ্রী’ হল ‘মহাত্মা-শ্রী’

প্রসেনজিৎ ধর, কলকাতা :- মহাত্মাকে সম্মান দেয়নি বিজেপি সরকার | মনরেগা প্রকল্পের নাম বদল ঘোষণার পরেই মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| রাজ্যের ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম বদলে মহাত্মা গান্ধীর নামে রাখছে তাঁর সরকার, আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী| শনিবার কর্মশ্রী প্রকল্পের নাম বদলে করা হল মহাত্মা-শ্রী |গত ১৮ ডিসেম্বর, বুধবার মাঝরাতে সংসদে দীর্ঘ তর্ক-বিতর্কের পর ১০০ দিনের কাজের নাম বদলের বিলটি পাশ হয়ে গিয়েছে। MGNREGA (মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট) বা মনরেগা প্রকল্পের নাম বদলে হয়েছে ‘ভিবি জি রাম জি’। এভাবে একটি জনকল্যাণমূলক প্রকল্পের নাম থেকে ‘জাতির পিতা’ মহাত্মা গান্ধীকে মুছে ফেলার চেষ্টা হয়েছে বলে সরব হন বিরোধীরা। তৃণমূলের জনপ্রতিনিধিরা রাতভর সংসদের সামনে ধরনায় বসেছিলেন। এনিয়ে তীব্র প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রস্তাব করেন, রাজ্যের ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম বদল করে মহাত্মা গান্ধীর নামানুসারে হোক ‘মহাত্মাশ্রী’।মহাত্মা গান্ধির নাম প্রকল্প থেকে সরানোর অভিযোগে যখন সরব বিরোধীরা, সেই সময়ে বাংলা থেকে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় ব্যবসায়ীদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ‘‘কর্মশ্রী আমরা শুরু করেছি। গান্ধিজির নাম তুলে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আমি খুব অপমান বোধ করেছি। ১০০ দিনের কাজের নামে গান্ধীজির নাম বাদ দিয়ে দিয়েছে। এর জন্য আমি কাউকে দোষ দেব না। কর্মশ্রী প্রকল্পের নাম আমরা গান্ধীজির নামে রাখব। আপনি যদি গান্ধিজিকে সম্মান না দেন, আমরা জানি কীভাবে সম্মান দিতে হয়। সবাই বাংলার উপর হিংসা করে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *