Breaking News

তল্লাশিতে কালো টাকার তথ্য?শতদ্রুর ২২ কোটি টাকা ফ্রিজ করল রাজ্য সরকারের গঠন করা সিট

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- শতদ্রু দত্তকে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিটের। বিধাননগর কমিশনারেটে শতদ্রু দত্তকে এনে সিটের চার আইপিএস জিজ্ঞাসাবাদ করে। ইভেন্ট ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়ে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় মেসি দ্য G.O.A.T কনসার্টের মূল উদ্যোক্তাকে৷বড়সড় বিপাকে মেসির ভারত সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। এবার তাঁর বিরাট সম্পত্তি ফ্রিজ করে দিল রাজ্য সরকারের গঠন করা বিশেষ তদন্তকারী দল। সূত্রের খবর, শতদ্রুর বাড়িতে তল্লাশিতে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁর অ্যাকাউন্টে ২২ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে।সূত্রের খবর, অ্যাকাউন্ট সংক্রান্ত নথি উদ্ধারের পরেই অ্যাকশন নেয় পুলিশ। শতদ্রুর অ্যাকাউন্টে থাকা মোট ২২ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে সিট সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। একই সঙ্গে ঘটনার দিন যুবভারতীতে যে টিকিট বিক্রি হয়েছিল তার আনুমানিক মূল্য প্রায় ২০ কোটির কাছাকাছি বলে খবর। সেই টাকাও যাতে শতদ্রু দত্তের অ্যাকাউন্টে না আসে ইতিমধ্যেই সেটাই নিশ্চিত করেছে সিট। উল্লেখ্য, পুলিশি জেরায় শতদ্রু ইতিমধ্যেই একাধিক বিস্ফোরক দাবি করেছেন। “প্রথমে দেড়শো জনের গ্রাউন্ড অ্যাক্সেস কার্ড দেওয়া হয়। পরে প্রভাবশালীদের চাপে এই সংখ্যাটাকে তিনগুণ বাড়াতে হয়েছিল।” এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, “ভারত সফরের জন্য মেসিকে ৮৯ কোটি টাকা দেওয়া হয়। আর কর বাবদ ১১ কোটি টাকা দেওয়া হয়েছিল ভারত সরকারকে।” অর্থাৎ সব মিলিয়ে ১০০ কোটি টাকা খরচ হয়েছিল বলে জানিয়েছেন তিনি। এর মধ্যে কিছুটা টাকা আসে স্পনসরদের কাছ থেকে। বাকি কিছুটা এসেছে টিকিট বিক্রি করে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *