Breaking News

‘কমিশন জবাব দাও’! কলকাতায় সিইও দফতরের সামনে বিএলওদের বিক্ষোভে ধুন্ধুমার

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আবার কলকাতায় রাজ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতরের সামনে বিক্ষোভ ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’র সদস্যদের। সোমবার বেলা বাড়তেই উত্তেজনা ছড়ায় সিইও অফিসের সামনে। দফায় দফায় উত্তেজনা বাড়ে। বিএলও-দের ব্যারিকেড টপকানোর চেষ্টা, পুলিশে বাধা, ধস্তাধস্তি, কথা কাটাকাটি এবং শেষে ধরপাকড়! সোমবার এমনই নানা ছবি দেখা যায় সিইও দফতরের বাইরে। বিক্ষোভকারীদের দাবি, বিএলও অ্যাপে বার বার সংযোজন হচ্ছে। ফলে কাজের চাপ বাড়ছে। বার বার কমিশনকে জানিয়েও লাভ হচ্ছে না। আর এসআইআরের কাজ করবে না বলেও আওয়াজ উঠছে জমায়েত থেকে।গত কয়েকদিন আগেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। যা ঘিরে তৈরি হয়েছে একাধিক বিভ্রান্তি। শুধু তাই নয়, প্রকাশ্যে আসছে একের পর এক ভুল। যা নিয়ে মানুষের মনে তৈরি হয়েছে আতঙ্ক। এর মধ্যে গত কয়েকদিনে বিএলওদের অ্যাপে একাধিক বদল আনা হয়েছে। জারি করা হয়েছে একাধিক নির্দেশিকাও।এর প্রতিবাদেই আজ সোমবার সিইও দফতরে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করতে চান ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’। যদিও তাঁর সময় পাওয়া যায়নি বলে অভিযোগ। এরপরেই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের ব্যারিকেড ভেঙে সিইও দপ্তরে ঢোকার চেষ্টা করেন বিএলওরা। ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনের দফতর অর্থাৎ সিইও দফতরের নিরাপত্তা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *