Breaking News

ব্যাগের মুখ খুলতেই বেরিয়ে এল শ’য়ে শ’য়ে কচ্ছপ!অভিযান চালিয়ে বড় সাফল্য আরপিএফের

দেবরীনা মণ্ডল সাহা :- গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়েছিল আরপিএফ। ট্রেনের মধ্যেই মিলেছিল একাধিক মুখবন্ধ করা ব্যাগ। সেগুলি খুলতেই চমকে ওঠেন আরপিএফ কর্মীরা। ১০-২০টা নয়, ওই ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় ৭৯০টি কচ্ছপ। কচ্ছপ পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে চারজনকে। বন্যপ্রাণ পাচারের বিরুদ্ধে রেলের তরফে দীর্ঘদিন অভিযান চালানো হয়েছে। ওই অভিযানের নাম ‘অপারেশন উইলেপ’। মালদহ ডিভিশনে দুই ট্রেনে এই তল্লাশি অভিযান চালিয়ে ওই বিপুল সংখ্যায় কচ্ছপ উদ্ধার হয়েছে।রেল সূত্রে জানানো হয়েছে, দুই পৃথক তল্লাশি অভিযানে ট্রেন থেকে ৭৯০টি কচ্ছপ উদ্ধার করে আরপিএফ। অনেক দিন ধরেই বন্যপ্রাণী অবৈধভাবে পাচারের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। সেই অভিযানের পোশাকি নাম ‘অপারেশন উইলেপ’। মালদহ ডিভিশনে দুই ট্রেনে তল্লাশি চালিয়ে কচ্ছপ উদ্ধার করে আরপিএফ।ফরাক্কা এক্সপ্রেস ও ইন্টারসিটি এক্সপ্রেস এই দুটি ট্রেনে করে ওই কচ্ছপ পাচার করা হচ্ছিল। গোপন সূত্রে আরপিএফের কাছে খবর গিয়েছিল। রেল পুলিশের তরফে শুরু হয় অভিযান। রেল সূত্রে জানানো হয়েছে, বারহাওয়া স্টেশনে ফরাক্কা এক্সপ্রেস থামতেই শুরু হয়েছিল তল্লাশি। একটি কামরায় তিন ব্যক্তিকে দেখে সন্দেহ হয়। তাঁদের সঙ্গে একাধিক ব্যাগও ছিল। জেরা করে কথায় অসঙ্গতি ধরা পড়ে। সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করতেই বেরিয়ে পড়ে বিপুল সংখ্যায় কচ্ছপ। গ্রেফতার করা হয় ওই পাচারকারীদের ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *